অভিষেকের নাম নিয়ে লক্ষ লক্ষ টাকার তোলাবাজি! গ্রেফতার ঘাটালের তৃণমূল কাউন্সিলর

Published:

Ghatal
Follow

প্রীতি পোদ্দার, ঘাটাল: রাজ্যে বিধানসভা নির্বাচনকে ঘিরে বেশ প্রস্তুতি চলছে রাজনৈতিক দলগুলির মধ্যে। কারণ বছর ঘুরলেই যে বিধানসভা নির্বাচন। সবাই যেখানে ভোট যুদ্ধের ময়দানে প্রস্তুতি নিচ্ছিল সেই সময় একের পর এক দুর্নীতির খবর প্রকাশ্যে আসতে থাকল শাসকদলের বিরুদ্ধে। এমতাবস্থায় গ্রেপ্তার করা হল ঘাটাল (Ghatal) পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বিভাস চন্দ্র ঘোষ। আর তাতেই তোলপাড় পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহল। কটাক্ষ করতে ছাড়ল না বিজেপি।

ঘটনাটি কী?

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ভুয়ো চিঠি দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ টাকা তোলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিভাস চন্দ্র ঘোষ। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে আরও অনেকের থেকে টাকা তোলার অভিযোগও উঠছে তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ওই ভাইরাল ভুয়ো চিঠি, যা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামঙ্কিত প্যাডে লেখা বলে দাবি করা হচ্ছে। যদিও সেই চিঠি জ ভুয়ো তা স্পষ্ট দাবি করেছে দল।

টাকা তোলার অভিযোগ প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে

তৃণমূলের ভুয়ো চিঠির এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কিছুদিন আগে ঘাটাল থানার দ্বারস্থ হন এক ব্যক্তি। তাঁর অভিযোগ, নিজের পদোন্নতির দাবি করে তাঁকে প্রভাবিত ঘাটাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বিভাস চন্দ্র ঘোষ। অভিযোগ, চিঠি দেখিয়ে তিনি দাবি করেছেন তাঁকে ফের চেয়ারম্যান পদে উন্নিত করা হয়েছে। আর এই ভুয়ো তথ্য দেখিয়েই ৫ লক্ষ টাকা তোলা হয়েছে ওই ব্যক্তির কাছ থেকে। আর সেই লিখিত অভিযোগ হাতে পাওয়া মাত্রই তদন্তে নামে পুলিশ। শেষে গত রবিবার রাতে বিভাস চন্দ্র ঘোষকে জালিয়াতি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

কী বলছেন জেলা তৃণমূল সভাপতি?

এদিকে ভুয়ো চিঠি প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি জানিয়েছেন যে, “একটা নকল চিঠি নিয়ে উনি কয়েক মাস ধরে চেয়ারম্যান হয়েছেন বলে দাবি করে যাচ্ছিলেন। অথচ আমাদের দলের কাছে কোনও খবর নেই। আমরা মনে হয় কোনও খারাপ চক্র ওকে প্রভাবিত করার চেষ্টা করছে। সে কারণেই পুলিশ ওকে ধরেছে। দলের নাম করে কেউ যদি কোনও কোনও জালিয়াতি করার চেষ্টা করে তা জানা মাত্রই পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই ঘাটাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বিভাস চন্দ্র ঘোষের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।”

আরও পড়ুন: ‘গণধর্ষণ নয়, গোটা ঘটনায় ধর্ষক একজনই!’ দুর্গাপুরের ধর্ষিতার বয়ানে ঘুরে গেল মোড়

অন্যদিকে তৃণমূলের এই অন্তর্দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল বিজেপি। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট কটাক্ষ করে জানিয়েছেন যে, “আমরা খুশি হব যদি তৃণমূলের দুর্নীতিগ্রস্ত সব নেতাদেরই পুলিশের জালে ধরা পড়ে। ঘাটাল পৌরসভার বর্তমান চেয়ারম্যানও অবৈধভাবে টেন্ডার দিয়ে টাকা হাতিয়েছেন। আমরা চাইব তাঁর বিরুদ্ধেও প্রশাসন ব্যবস্থা নিক।”

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join