গণইস্তফা দিলেন গুজরাটের ১৬ জন মন্ত্রী, ছুটলেন জেপি নাড্ডা

Published:

gujarat cabinet resign
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ বিরাট ঘটনা ঘটে গেল গুজরাটে। মুখ্যমন্ত্রী ছাড়া রাজ্যের সকল মন্ত্রী ইস্তফা দিলেন (Gujarat Cabinet Resign)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের পুরো মন্ত্রিসভা পদত্যাগ করেছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ছাড়া সকল মন্ত্রী পদত্যাগ করেছেন। ইতিমধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

গণইস্তফা দিলেন ১৬ জন মন্ত্রী

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী আজ রাতে রাজ্যপাল আচার্য দেবব্রতের সাথে দেখা করবেন এবং নতুন সরকার গঠনের দাবি জানাবেন। এও জানা যাচ্ছে, নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান শুক্রবার ১৭ অক্টোবর সকাল ১১:৩০ মিনিটে গান্ধীনগরের মহাত্মা মন্দিরে অনুষ্ঠিত হবে। রাজ্যপাল আচার্য দেবব্রত নবনিযুক্ত মন্ত্রীদের পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করাবেন।

বিজেপির কিছু সিনিয়র নেতাদের মতে, এই মন্ত্রিসভা সম্প্রসারণে প্রায় ১০ জন নতুন মুখ অন্তর্ভুক্ত হতে পারে। বর্তমান মন্ত্রীদের প্রায় অর্ধেককে প্রতিস্থাপন করা যেতে পারে। বর্তমানে, গুজরাট সরকারে মুখ্যমন্ত্রী সহ ১৭ জন মন্ত্রী রয়েছেন, যার মধ্যে আটজন মন্ত্রিপরিষদ মন্ত্রী এবং একই সংখ্যক প্রতিমন্ত্রী রয়েছেন। সংবিধান অনুসারে, ১৮২ সদস্যের বিধানসভায় সর্বাধিক ২৭ জন মন্ত্রী থাকতে পারেন। তবে একসঙ্গে ১৬ জন ক্যাবিনেট মন্ত্রীর এহেন গণইস্তফা রাজ্য তথা সমগ্র দেশজুড়ে ব্যাপক রাজনৈতিক ডামাডোলের সৃষ্টি করেছে। আচমকা কী এমন হল যে একসঙ্গে সব মন্ত্রী শেষমেষ ইস্তফা দিলেন? উঠছে প্রশ্ন।

গুজরাট যাচ্ছেন জেপি নাড্ডা

গুজরাট বিজেপির অভ্যন্তরে এই রদবদল এমন এক সময়ে ঘটছে যখন সম্প্রতি জগদীশ বিশ্বকর্মাকে দলের নতুন রাজ্য সভাপতি নিযুক্ত করা হয়েছে। পূর্বে তিনি ভূপেন্দ্র প্যাটেল সরকারে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিজেপি সভাপতি জেপি নাড্ডাও এই রদবদল নিয়ে আলোচনা করতে গুজরাটে আসছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নাড্ডা মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, প্রাক্তন রাজ্য সভাপতি সিআর পাতিল এবং অন্যান্য সিনিয়র নেতাদের সাথে দেখা করবেন।

ধারণা করা হচ্ছে যে মন্ত্রিসভা সম্প্রসারণ এবং সাংগঠনিক রদবদলের ক্ষেত্রে নাড্ডাই চূড়ান্ত কর্তৃত্ব দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লির বাসভবনে সম্প্রতি অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই পরিবর্তন এসেছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সিআর পাতিল এবং মুখ্যমন্ত্রী প্যাটেল উপস্থিত ছিলেন। বৈঠকে ২০২৭ সালের গুজরাট বিধানসভা নির্বাচনের জন্য সাংগঠনিক কৌশল নিয়েও আলোচনা করা হয়েছে। আচমকা কেন এই বদল? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে বিজেপি এই রদবদলের মাধ্যমে রাজ্যে নতুন শক্তি সঞ্চার করতে চাইছে এবং দলের মধ্যে তরুণদের আরও বেশি দায়িত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join