বিজেপি অন্দরে চলছে ‘প্রতারণা’! অভিজিৎ-র মন্তব্যে থরহরিকম্প গেরুয়া শিবিরে

Published on:

Abhijit Gangopadhyay

প্রীতি পোদ্দার, পূর্ব মেদিনীপুর: রাজনৈতিক শিবিরে দলের বিপক্ষে একের পর এক দ্বন্দ্ব, কোন্দল হিংসা খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইদানিং সেই ছবিতে খানিক পরিবর্তন এসেছে। নিজের দলের অন্দরেই ঝামেলা যেন ধীরে ধীরে এক চরম আকার নিয়েছে। আর এই আবহে হলদিয়ায় ভারতীয় মজদুর সঙ্ঘের সমাবেশে আমন্ত্রণ পেলেন না খোদ হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। এদিকে সেই সুযোগে, সমাবেশে এসে তাপস মণ্ডলকে তীর্যক মন্তব্য করলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

গতকাল অর্থাৎ রবিবার হলদিয়ার টাউনশিপ বন্দরে বিবি ঘোষ অডিটোরিয়ামে ভারতীয় মজদুর সঙ্ঘ বা BMS-এর তরফে একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল। এটি RSS এর শ্রমিক সংগঠন হলেও বিজেপির নেতা কর্মীরাই মূলত সংগঠনের সদস্য। সেই সমাবেশে উপস্থিত ছিলেন জেলার দুই বিজেপি সংসদ সদস্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সৌমেন্দু অধিকারী। এছাড়াও এই সমাবেশে উপস্থিত ছিলেন তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। সমাবেশের আয়োজন জমজমাট থাকলেও সমস্যা যেন পিছু ছাড়ল না। এবার গোষ্ঠী অন্দরেই দেখা গেল মহা সমস্যা। সমাবেশের অনুষ্ঠানে ডাক পড়ল না বিধায়ক ও জেলা সভাপতির। যার দরুন এবার চরম অস্বস্তি তৈরি হল দলে। আর এই আবহে বিধায়ককে নিয়ে বিজেপি সংসদ সদস্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় তির্যক মন্তব্য করলেন।

কী বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

জানা গিয়েছে সাংসদ সভামঞ্চে বসে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিমন্ত্রণ না করার পুরো বিষয়টি জানতে পারলেন তখন তিনি ভরা মঞ্চে বললেন, “BMS এর ওপর যাঁরা নির্ভর করেন, তাঁদেরকে ভেঙে BJMC-তে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই কাজটা আমাদেরই দলের দু-একজন নেতাস্তরের লোকের উদ্যোগে করা হয়েছে। তাই সেটা পুরোপুরি বারণ করা হয়েছে। আপনারা এঁদের দ্বারা প্রতারিত হবেন না। এটা প্রতারণামূলক একটা সংগঠন।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বিধায়ক তাপসী মণ্ডল কী বললেন?

অন্যদিকে, চুপ থাকেনি বিধায়ক তাপসী মণ্ডল। পাল্টা অভিজিৎ এর বিরুদ্ধে তিনি বলেন, “যে কোনও শ্রমিকের স্বাধীনতা রয়েছে, যে কোনও ধরনের সংগঠন করার। আর এমপি মহাশয় হলদিয়া সম্পর্কে এখনও সব কিছু জানেন না। হলদিয়ার কী পরিবেশ, জানেন না। উনি নতুন এসেছেন, আস্তে আস্তে জানবেন। বিধায়ক হিসাবে আমি কখনও কোনও শ্রমিক সংগঠন করিনি।” এদিকে আগুনে ঘি ঢালতে সুযোগ ছাড়েনি রাজ্যের শাসকদল। গোটা বিষয়টি নিয়ে বেশ কটাক্ষ করেছেন তৃণমূলও।

এই বিষয়ে তমলুক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শিবনাথ সরকার জানিয়েছেন, “আমরা একটা জিনিসই দেখতে পারছি, হলদিয়াতে টাকা কীভাবে লুঠ করা যায়। প্রতিযোগিতার জন্য ঝাঁপিয়ে পড়েছেন।” এছাড়াও তিনি বলেন লুঠ করতে করতে অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়েছে যে এবার নিজের দলের মধ্যে ঝামেলা বাঁধছে।”

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group