বিক্রম ব্যানার্জী, কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই শুভেন্দু অধিকারীর দুর্গে ভাঙন! আচমকা পদ্মশিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক (Haldia MLA) তাপসী মন্ডল। সূত্রের খবর, সোমবার বিধানসভা থেকে সোজা তৃণমূল ভবনে গিয়ে ঘাসফুল শিবিরে যোগ দেন তাপসী, এমনটাই উঠে আসছে বেশ কিছু সূত্রে।
কেন বিজেপি ছাড়লেন তাপসী?
বেশ কিছু সূত্র মারফত খবর, 2024 লোকসভা নির্বাচনের পর থেকেই শুভেন্দু অধিকারীর সাথে তাঁর দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। শোনা যায়, দলে থেকে একপ্রকার অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন তাপসী! বেশ কয়েকবার বিজেপির সাংগঠনিক জেলা সভানেত্রী পদ থেকেও তাঁকে সরানোর জল্পনা উঠেছিল।
তবে প্রথমদিকে তা বাস্তবায়িত হতে দেখা যায়নি। জানা যায়, বিজেপির শ্রমিক সংগঠনেও তাঁর গুরুত্ব কমতে শুরু করেছিল। আর এরপরই নাকি তৃণমূলের যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তাপসী।
অবশ্যই পড়ুন: গোটা মরসুমে অপ্রতিরোধ্য থেকে চ্যাম্পিয়নস ট্রফি জয়, টিম ইন্ডিয়ার সাফল্যের নেপথ্যে এই ৪ কারণ
তৃণমূলের সাধারণ সম্পাদকের গাড়িতে উঠতে দেখা গেছে তাপসীকে?
দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুরের সাংগঠনিক জেলার তৃণমূল সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন তন্ময় ঘোষ। সূত্র বলছে, এদিন তাঁর গাড়িতে উঠতে দেখা গিয়েছিল তপসীকে। এরপরই সেই খবর দাবানলের গতিতে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় নানা মহলে।
সদ্য হাতে পাওয়া একটি রিপোর্ট মারফত খবর, পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক তন্ময়ের গাড়িতে করেই সোমবার তৃণমূল ভবনে গিয়ে পাকাপাকিভাবে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত তাপসী মন্ডল।