বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেসে যোগ দিচ্ছেন শামির প্রাক্তন স্ত্রী হাসিন! সূত্র

Published on:

Hasin Jahan Visited Congress office West Bengal

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজনীতির ময়দানে পা পড়তে চলেছে মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের। শোনা যাচ্ছে, কংগ্রেসের হয়ে রাজনীতির রণক্ষেত্রে লড়তে চান তিনি। সেই মতোই নাকি প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন হাসিন। তবে কি আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই বাংলার কংগ্রেসে জুড়বে নতুন হাত? ছবিটা স্পষ্ট না হলেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেই সম্ভাবনা।

কী কারণে কংগ্রেসকেই বেছে নেওয়া?

আসন্ন 2026 বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের কংগ্রেসে আসার খবর হইচই ফেলেছে নান মহলে। সূত্র বলছে, হাসিন নিজেই নাকি কংগ্রেসের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ইতিমধ্যেই তিনি প্রদেশ কংগ্রেস দপ্তরেও ঢু মেরেছেন (Hasin Jahan Visited Congress Office)! কিন্তু ঠিক কী কারণে বাংলার কংগ্রেসেরই হাত ধরতে চাইলেন তিনি? আপাতত সেই উত্তর অধরা। তাছাড়াও ভারতীয় ক্রিকেটারের প্রাক্তন স্ত্রীয়ের রাজনীতিতে আসার খবর নিয়ে প্রতিক্রিয়া দেয়নি রাজ্য কংগ্রেস নেতৃত্বও।

তবে সূত্রের দাবি যদি সত্যি হয় সে ক্ষেত্রে, বাংলা কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক সুমন রায়চৌধুরী জানিয়েছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বারবার বলে এসেছেন, কেউ কংগ্রেসের সাথে কাজ করতে চাইলে দলের তরফে তাঁকে স্বাগত। কংগ্রেসের দরজা তাঁর জন্য খোলা!

অবশ্যই পড়ুন: ৩৫,০০০ গোর্খা জাওয়ান, ৩৫ লাখ কর্মী! ভারতের জন্য কেন এত গুরুত্বপূর্ণ নেপাল?

প্রসঙ্গত, রাজ্য কংগ্রেসের একটি সূত্র দাবি করছে, চলতি বছর কালীপুজোর পরই বাংলায় পা পড়তে পারে নেতা রাহুল গান্ধীর। শোনা যাচ্ছে, বিহারের নির্বাচন পুরোপুরি মিটিয়ে তবেই পশ্চিমবঙ্গে আসবেন তিনি। আসলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই পশ্চিমবঙ্গে প্রচারে আসবেন হাত-শিবিরের সাংসদ। আর তার ঠিক আগেই ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিনের কংগ্রেস দলে যোগ দেওয়ার খবর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

সঙ্গে থাকুন ➥