প্রীতি পোদ্দার, কলকাতা: গত বছর অর্থাৎ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলে ডায়মন্ড হারবারে বিপুল ব্যবধানে জয় লাভ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই নির্বাচনে তিনি পেয়েছিলেন মোট ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০ ভোট। এদিকে অভিষেকেরই নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিজিৎ দাস পেয়েছিলেন মাত্র ৩ লক্ষ ৩৭ হাজার ৩০০ ভোট। অর্থাৎ দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল প্রায় ৭ লক্ষ ১১ হাজার। অন্যদিকে সেখানকার সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান পেয়েছিলেন ৮৬,৯৫৪ ভোট। তাই স্বাভাবিকভাবে নির্বাচনের ফলাফলে কারচুপির প্রসঙ্গ তুলে এবার বিজেপি আদালতের দ্বারস্থ হল।
অভিষেকের বিরুদ্ধে ইলেকশন পিটিশন দায়ের
জানা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেন। কিন্তু সেই সময় মামলাটি দীর্ঘদিন ধরে ঝুলেছিল। অবশেষে প্রায় সাত মাস পর এই নির্বাচনী মামলাটি এবার শুনানির পর্যায়ে এল, যা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। গতকাল অর্থাৎ মঙ্গলবার, কলকাতা হাইকোর্টের বিচারপতি সুগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই মামলাটি গ্রহণ করেন। এবং এই মামলা ডিভিশন বেঞ্চে উঠতেই মামলাকারী লোকসভা নির্বাচনে ভোটের কারচুপি নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন।
মামলাকারী আইনজীবীর অভিযোগ
এদিন মামলাকারী অভিজিৎ দাসের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বিচারপতিকে জানান, “ডায়মন্ড হারবারে বিজেপিকে লোকসভা নির্বাচন করতেই দেওয়া হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থকরা পুরো নির্বাচনটাকেই নিজেদের আয়ত্তে নিয়ে নিয়েছিল।’’ এছাড়াও তিনি আরও বলেন, ‘‘ প্রত্যেকটি ঘটনার সত্য সামনে আসতে সময় লাগে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সত্যি আরও ভয়ংকর ভাবে উদঘাটিত হয়। যার প্রত্যক্ষ প্রমাণ হল সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস কমিশন মামলা। তাই আমরা চাই এই ঘটনার সত্যিটা সকলের সামনে বেরিয়ে আসুক।”
আরও পড়ুনঃ কাশী বিশ্বনাথ মন্দিরের পুরোহিতদের বেতন কত? অঙ্ক শুনে লজ্জা পাবেন সরকারি কর্মীরাও
দুই পক্ষের নানা অভিযোগ পর্যবেক্ষণ করে গতকাল বিচারপতি সুগত ভট্টাচার্য নির্বাচন কমিশন এবং ডায়মন্ড হারবারের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে নির্দেশ দিয়েছেন যে নির্বাচনের সঙ্গে যুক্ত সমস্ত তথ্য, সিসিটিভি ফুটেজ এবং ডিজিটাল নথি পুঙ্খানুপুঙ্খ ভাবে সংরক্ষণ করতে হবে। জানা গিয়েছে এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হবে আগামী ৫ মে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |