প্রীতি পোদ্দার, কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED র মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ থেকে আগেই জামিন পেয়েছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। কিন্তু গত ২৬ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পাঠায় CBI। তবে শারীরিক অসুস্থতার কারণে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আগামী ৩১ মার্চ পর্যন্ত কাকুর জামিন মঞ্জুর করে। এদিকে সময়সীমা প্রায় শেষের পথে। তাই গত শুক্রবার, অন্তর্বর্তীকালীন জামিনের সময়সীমা বৃদ্ধির জন্য সিবিআইয়ের মামলায় কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন কালীঘাটের কাকু।
CBI এর বিরুদ্ধে অভিযোগ সুজয়কৃষ্ণর!
তবে শুধু অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন নয়, আরও একটি কারণে আবেদন করেছিলেন কালীঘাটের ‘কাকু’। জেল থেকে মুক্তি দিতে একাধিক শর্ত আরোপ করেছিল কলকাতা হাইকোর্ট। বলা হয়েছিল, বাড়ি ও হাসপাতাল ছাড়া কোথাও তিনি যেতে পারবেন না। বাড়িতে সর্বক্ষণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এছাড়াও যে দুটি মোবাইল ফোন ব্যবহার করছেন, তার নম্বর জানাতে হবে সিবিআইকে। এই সময়ের মধ্যে তিনি প্রয়োজনে অপারেশনও করাতে পারবেন। সবমিলিয়ে সিবিআইকে দুর্নীতির তদন্তে সহযোগিতা করতে হবে। কিন্তু এই শর্ত প্রথম দিকে মঞ্জুর করলেও CBI এর বিরুদ্ধে এবার বড় অভিযোগ করলেন সুজয়কৃষ্ণ।
বাড়ির ভিতর অযথা উৎপাত CBI এর
সুজয়কৃষ্ণ ভদ্রের অভিযোগ ছিল, শর্তসাপেক্ষ অন্তর্বর্তী জামিনে থাকায় তার পিছনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ঠিকই। কিন্তু সিবিআই সেই বাহিনীকে আদালতের নির্দেশ অমান্য করে ‘হাতিয়ার’ হিসাবে ব্যবহার করছে। এছাড়াও তাঁর আরও অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর দল তাঁর বাড়ির পুরো দোতলা দখল করে নিয়েছে। দিন রাত এসি চালিয়ে বসে আছে, এমনকি নীচে শৌচাগার থাকা সত্ত্বেও ঘরের ব্যক্তিগত শৌচাগার ব্যবহার করছে বাহিনী। তাঁর উপর, হাসপাতালে গেলে পিছু পিছু বাহিনীও যাচ্ছে সেখানে এবং হাসপাতালের রুমে কারা যাচ্ছেন-আসছেন, সমস্ত রেজিস্টার ধরে সেই বিষয়েও নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুনঃ বুন্দেসলিগায় খেলা তারকা আসছে মোহনবাগানে? বাদ পড়ছেন তুখড় প্লেয়ার
বড় স্বস্তি কালীঘাটের কাকুর
অবশেষে কালীঘাটের কাকুর অভিযোগে সাড়া দিল কলকাতা হাইকোর্ট। আদালত সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ সোমবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ‘কাকু’র অন্তর্বর্তী জামিনের মেয়াদ এপ্রিলের শেষ পর্যন্ত বৃদ্ধি করেছে। এমনকি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আনা অভিযোগ নিয়েও মুখ খুলেছে আদালত। হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় বাহিনীকে কয়েকটা বিষয়ে নজর দিতে হবে। বাড়ি ভিতর নয়, বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জন্য ত্রিপল টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সেই শেল্টারে বসার জায়গা থাকার পাশাপাশি ও ফ্যান রাখার সুবন্দোবস্ত নির্দেশ দিয়েছেন বিচারপতি। এছাড়াও আদালত সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে যে এই মামলার পরবর্তী শুনানি হবে ২২ এপ্রিল।