প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: নতুন বছর শুরু হতে হাতে বাকি মাত্র আর ১ দিন। চারিদিকে বর্ষ শেষের এবং বর্ষ শুরুর হই হুল্লোড়। কিন্তু এদিকে আবার ২০২৫ এর শুরুতেই দিল্লির বিধানসভা নির্বাচন। যদিও নির্বাচন কমিশন এখনও ভোটের নির্দিষ্ট দিনক্ষণ সম্পর্কে কিছুই জানায়নি। তবুও নির্বাচনের জন্য প্রতিটি রাজনৈতিক দল তাঁদের নির্দিষ্ট কর্মসূচি সাজিয়ে রাখতে ব্যস্ত। সেই কারণে এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। এদিকে আবার রাজ্যের ক্ষমতা ধরে রাখতে মরিয়া আম আদমি পার্টিও। তাইতো তাঁদের প্রস্তুতিতেও কোনো গাফিলতি রাখা হচ্ছে না।
নির্বাচনের আগে এবার নয়া প্রকল্পের চমক!
ইতিমধ্যেই দিল্লির অনেক জায়গায় জনসভা শুরু হয়েছে। এবং সাধারণ মানুষের জন্য নির্মাণ করা নানা জনহিতকর প্রকল্প নিয়েও বেশ ব্যস্ত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। আর এই আবহে ভোটের মুখে দাঁড়িয়ে তিনি আরও এক প্রকল্প জারি করলেন। তবে এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র এক শ্রেণীর জন্য। জানা গিয়েছে এবার আম আদমি পার্টি পূজারী গ্রন্থী সম্মান যোজনার শুরু করতে চলেছে। যেখানে পুরোহিতরা এই প্রকল্পের মাধ্যমে মাসে ১৮ হাজার টাকা ভাতা পাবেন। আসলে পুরোহিতরা বংশ পরম্পরায় ধর্মীয় রীতি-সংস্কৃতিকে এগিয়ে নিয়ে আসছে। কিন্তু এদিকে কখনও নিজেদের পরিবারের প্রতি নজর দেননি। তাই নির্বাচনের আগে আম আদমি পার্টি থেকে বড় উপহার দিতে চলেছে তাঁদের।
পুরোহিতদের এবার দেওয়া হবে মাসিক ভাতা
২০২৫ সালের দিল্লির বিধানসভা নির্বাচন এর ক্ষমতা যাতে আম আদমি পার্টির দিকেই থাকে তার জন্য নানা প্রকল্প পরিকল্পনা চলে আসছিল আগাগোড়াই। আর সেই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল পূজারী গ্রন্থী সম্মান যোজনা। এই নয়া প্রকল্প প্রসঙ্গে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীওয়াল জানিয়েছেন, ”ফের রাজধানীর ক্ষমতায় এলে, আপ সরকার হিন্দু মন্দিরের পূজারী ও শিখ গুরুদ্বারের গ্রন্থীদের প্রতি মাসে ১৮ হাজার টাকা করে ভাতা দেবে। এবং এই প্রকল্পটি আগামিকাল অর্থাৎ ৩১ ডিসেম্বর থেকেই নাম নথিভুক্তকরণের কাজ শুরু হবে।”
এছাড়াও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই প্রকল্প নিয়ে গেরুয়া শিবিরকে খোঁচাও দেন। তিনি বলেন যে, “আমি বিজেপির কাছে অনুরোধ করছি যে রেজিস্ট্রেশন নিয়ে কোনও বাধার সৃষ্টি করবেন না। এটা করলে মহা পাপ হবে সবার কারণ তারা ঈশ্বরের সঙ্গে সেতু স্থাপন করেন।” জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কনৌট প্লেসের হনুমান মন্দিরে এই প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হবে। সেখানে উপস্থিত থাকবেন কেজরিওয়ালও।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |