শিক্ষিকাদের গালিগালাজ করার অভিযোগ! চুঁচুড়ার বিধায়কের দম দেখে নেওয়ার হুঁশিয়ারি রচনার

Published on:

Rachana Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: যেহেতু আগামী বছরই বিধানসভা নির্বাচন তাই কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির ভোট প্রচারের প্রস্তুতি। এমতাবস্তায় ফের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরির কাজ নিয়ে এবার দলীয় বিধায়কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পাল্টা প্রতিক্রিয়া বিধায়কেরও।

ঠিক কী হয়েছিল?

স্থানীয় সূত্র অনুযায়ী, বিতর্কের সূত্রপাত হয়েছিল চুঁচুড়ার বাণীমন্দির স্কুল থেকে। সাংসদ তহবিলের টাকায় সেখানে ছাত্রীদের জন্য একটি স্মার্ট ক্লাসরুম চালু করা হয়েছিল। কিন্তু সেই ক্লাসরুম নিয়ে স্কুলে গিয়ে ঝামেলা করেছেন বিধায়ক অসিত মজুমদার। স্কুলের শিক্ষিকাদের গালিগালাজ করতেও তিনি পিছুপা হননি তিনি! এমনটাই অভিযোগ বিধায়কের বিরদ্ধে। আর এই নিয়েই তুমুল শোরগোল শুরু হয়। এরপর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, ৩১ জুলাই ওই স্কুল পরিদর্শনে গিয়েছিলেন হুগলির তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর কাছে বিধায়কের আচরণ নিয়ে ক্ষোভ উগরে দেন শিক্ষিকারা। আর তার পরেই রচনা প্রকাশ্যে মুখ খুলেছেন দলের বিধায়কের বিরুদ্ধে।

ক্ষুব্ধ সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়!

হুগলির তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের দাবি, “আমার কাছে এটা আশ্চর্যজনক একটা ঘটনা। চুঁচুড়ার মতো একটা সদর এলাকা, এত ছাত্রী এখানে পড়াশোনা করে, এত ঐতিহ্য এই স্কুলের, সেখানে ছাত্রীদের একটি স্মার্ট ক্লাসরুমের প্রয়োজন ছিল, যাতে তারা নিজেদের আরও সমৃদ্ধ করে তুলতে পারে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম এটা শুনে যে, তৃণমূল বিধায়ক এখানে এসে শিক্ষিকাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন! কেন সাংসদ তহবিলের টাকায় এই স্মার্ট ক্লাসরুম দেওয়া হল, তা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। সাংসদ তহবিলের টাকা নিয়ে সাংসদ কী করবেন, সেটা তাঁর নিজস্ব সিদ্ধান্ত। এ ব্যাপারে কেউ কিছু বলতে পারে না। উনি ভদ্র ভাবেও জিজ্ঞেস করতে পারতেন।’’

আরও পড়ুন: গঙ্গার নীচের পর এবার চালকহীন মেট্রো, রবিবারই পরীক্ষা, বন্ধ থাকবে গ্রিন লাইন ২

হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে আরও বলেছেন যে, “আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম করব। স্কুলের পাশে থাকব। মানুষের পাশে থাকব। কথা দিলাম। কার কত দম আছে আমাকে আটকে দেখাক। দল কিছুটা জানে। ওঁর আচরণের কথা অনেকেই জানেন। যাঁকে জানানোর, আমি তাঁকে জানাব। আগামী দিনে এমন ঘটনা যাতে না ঘটে, সেটা দেখব।” এদিকে সাংসদের অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি বিধায়ক অসিত৷ তিনি বলেন, “যা বলার সেটা দলকেই বলব ৷ সাংসদের কথা নিয়ে কিছু বলতে পারব না। আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার। যা বলার শিক্ষিকাদের বলব। ওই স্কুলের অভিভাবক ও ছাত্রীদের দেখার দায়িত্ব আমার।”

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥