বাংলাকে কত টাকা দিয়েছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার? হিসেব দিল তৃণমূল

Published on:

TMC

প্রীতি পোদ্দার, কলকাতা: সরকারি প্রকল্প আর্থিক সহায়তা নিয়ে প্রায়ই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বাকবিতন্ডা চলে। রাজ্যে অনেকদিন ধরেই বন্ধ ১০০ দিনের কাজ। দুর্নীতি ইস্যুকে তুলে ধরে রাজ্যকে প্রায় প্রতিদিন আক্রমণ করে কেন্দ্র। শুধু কি তাই বাংলায় আবাস যোজনাকে কেন্দ্র করেও কম তর্ক বিতর্ক হয়নি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে। এবার সেই আবহে কেন্দ্রের সাহায্য করা অর্থের হিসাব দিল তৃণমূল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দুর্নীতির দোহাই কেন্দ্রের

যদিও রাজ্য সরকার বর্তমানে সরকারি প্রকল্পের আর্থিক সহায়তার জন্য আর নির্ভর করা থাকে না কেন্দ্রের জন্য। প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে নিয়ম অনুযায়ী গরিব মানুষের বাড়ি তৈরির জন্য ৬০ শতাংশ টাকা দেয় কেন্দ্র এবং বাকি টাকা রাজ্যকে দিতে হয়। কিন্তু পরে এই প্রকল্পে রাজ্যের দুর্নীতির প্রসঙ্গ উঠে আসে। শুরু হয় একাধিক বিতর্ক। যার জেরে বন্ধ করে দেওয়া হয় টাকা। শেষ পর্যন্ত তাই রাজ্য সরকার গ্রাহকদের এই পরিষেবা সচল রাখার জন্য নিজস্ব কোষাগার থেকে টাকা প্রদানের চিন্তাভাবনা করেছে।

রাজ্যই দিচ্ছে আবাস যোজনার টাকা

ইতিমধ্যেই বাংলায় আবাস যোজনার ক্ষেত্রে গ্রাহকদের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে গিয়েছে। চলছে দ্বিতীয় কিস্তির টাকা প্রদান। সবমিলিয়ে মোট ১২ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়া হয়েছিল। এবার ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে সরকার আরও ১৬ লক্ষ উপভোক্তাকেও বাড়ি তৈরির টাকা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল তার বরাদ্দ নাকি আগামী বছর মে মাসে শেষ হবে। অর্থাৎ চলতি বছরে বিধানসভা নির্বাচনে শাসকদলের তুরুপের তাস হতে চলেছে বাংলার আবাস যোজনা প্রকল্প।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

হিসাব প্রকাশ তৃণমূলের!

বিগত কয়েক মাস থেকেই আবাস যোজনা থেকে একশো দিনের কাজ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকার রাজ্যকে টাকা দিচ্ছে না বলে বারবার সরব হয়েছে তৃণমূল। এমনকি, লোকসভার প্রচারে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার কেন্দ্রীয় সরকার যে কত পরিমাণ টাকা রাজ্যকে প্রকল্প চালানোর জন্য সাহায্য করছে, তার হিসাব সোশ্যাল মিডিয়ায় তুলে ধরল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: NASA-য় গবেষণায় সুযোগ ইন্দ্রনীলের, মাত্র ১৭-তেই বিরাট নজির ব্যারাকপুরের পড়ুয়ার

ভাইরাল পোস্ট

ফেসবুকের সেই ভাইরাল পোস্টে দেখা যাচ্ছে সেখানে শুধুমাত্র কালো কালি দিয়ে একটি শূন্য এক হয়েছে। ক্যাপশনে লেখা রয়েছে, “বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার যে পরিমাণ টাকা বাংলাকে দিয়েছে।” আর সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। কমেন্ট বক্সে উপচে পড়েছে একাধিক নেটিজেনদের মন্তব্য। কয়েকজন লিখেছেন, “বিজেপি হঠাও দেশ বাঁচাও।” আবার অনেকে লিখেছেন, “সাহায্যের পরিমাণটা বেশি হয়ে গেল।” অনেকে আবার সেখানে তৃণমূলেও বিরুদ্ধেও কমেন্ট করেছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group