সৌভিক মুখার্জী, কলকাতা: হঠাৎ করেই দেশের উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তাঁর পদত্যাগে রাজনৈতিক মহলে যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনই সাধারণ মানুষের মধ্যে কিছু কৌতূহলও সৃষ্টি হয়েছে। কেমন ছিল তার জীবনযাত্রা? কত টাকা বেতন পেতেন তিনি? তাঁর সম্পত্তির পরিমাণই বা কত? চলুন সবকিছু খোলসা করা যাক আজকের প্রতিবেদনে।
কে ছিলেন জগদীপ ধনখড়?
পেশাগত ভাবে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন একজন সফল আইনজীবী। রাজনীতির মঞ্চে পা দিয়েছিলেন বহুদিন আগেই। 2019 সালে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এরপর 2022 সালে ভারতের 14 তম উপরাষ্ট্রপতি হিসেবে নিজের নাম লিখিয়েছিলেন।
উপরাষ্ট্রপতি পদে তাঁর বেতন কত ছিল?
জানিয়ে রাখি, ভারতের উপরাষ্ট্রপতির বেতন হয় প্রতি মাসে 4 লক্ষ টাকা। আর এই বেতনের পাশাপাশি তিনি রাষ্ট্রীয় স্তরের সরকারি বাসভবন, বিনামূল্যে চিকিৎসা খরচ, বিশেষ যানবাহন ও চালকের সুবিধা, ভ্রমণ ভাতা এবং Z+ ক্যাটাগরির নিরাপত্তা সুবিধা পেতেন। ফলে সাপ্তাহিক বেতনের হিসাবে তা দাঁড়ায় প্রায় 92,307 টাকায়।
কোথায় থাকতেন উপরাষ্ট্রপতি?
প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় দিল্লির অভিজাত এলাকার চার্চ রোডে ভাইস প্রেসিডেন্ট এনক্লেভেই বাস করতেন। আর এই সরকারি বাসভবনটি 6.5 একর জমির উপর বিস্তৃত। পাশাপাশি সুরক্ষা ও শৌখিনতার দিক থেকে এটি দেশের শীর্ষস্থানীয় সরকারি বাসভবনগুলির মধ্যে একটি, তা বলা চলে।
আরও পড়ুনঃ সুরক্ষিত দেশের তালিকায় পাকিস্তানের পিছনে ভারত! হাল খারাপ আমেরিকা, ব্রিটেনের
তাঁর মোট সম্পদের পরিমাণ কত?
সরকারিভাবে তাঁর মোট সম্পদের পরিমাণের কোনো তথ্য না পাওয়া গেলেও মিডিয়া সূত্রে পাওয়া কিছু রিপোর্ট অনুযায়ী, তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ 8 কোটি টাকা। স্থাবর সম্পত্তি অর্থাৎ জমি-বাড়ি দিয়ে তা প্রায় 4.5 কোটি টাকা এবং অস্থাবর সম্পত্তি হিসেবে রয়েছে 3.5 কোটি টাকা, যার মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স, বিনিয়োগ সবকিছুই রয়েছে। এর পাশাপাশি তিনি কৃষিজমি থেকেও নিয়মিত আয় করতেন এবং বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট থেকেও আয় ছিল।
তবে তাঁর এই পদত্যাগের ফলে সমস্ত সরকারি সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যাবে। এখন থেকে তাঁর শুধুমাত্র ব্যক্তিগত সম্পত্তি ও বিনিয়োগই আয়ের প্রধান উৎস। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসেবে তাকে কিছু নির্ধারিত পেনশন এবং সুবিধা দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |