মমতাকে নিয়ে বিতর্কিত বই লেখা প্রাক্তন IAS দীপক ঘোষ প্রয়াত, ছিলেন তৃণমূলের বিধায়কও

Published on:

Dipak Ghosh Passed Away

প্রীতি পোদ্দার, কলকাতা: একাধিক বিতর্ক এবং মামলার জটের ভিড়ে অবশেষে সব মায়া ত্যাগ করে ইহলোক ছেড়ে পরলোকে গমন করলেন IAS-বিধায়ক দীপক ঘোষ (Dipak Ghosh Passed Away)। জানা গিয়েছে দীপক ঘোষের মৃত্যু হয়েছে গত শুক্রবার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। কিন্তু এখনও তাঁর দেহ সৎকার করা হয়নি। এইমুহুর্তে তাঁর মরদেহ রাখা হয়েছে শহরের একটি শব সংরক্ষণাগারে। আসলে শেষ যাত্রায় তাঁর মেয়ে এখনও শহরে পৌঁছতে পারেনি তাই এত দেরি। তবে আজ অর্থাৎ সোমবারই তাঁর শেষকৃত্য হওয়ার কথা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বই বিতর্ক মামলা এখনও আদালতে

কর্মজীবনে বরাবর খুবই কঠোর ছিলেন। দীর্ঘদিন ধরে আমলা হিসেবে তিনি জেলা ও রাজ্য প্রশাসনে নানা দায়িত্ব সামলে এসেছেন। কিন্তু পরে তৎকালীন বিরোধী দল তৃণমূলে যোগ দিয়ে মহিষাদল থেকে বিধায়ক হয়েছিলেন দীপক। এর পরে যাদবপুর বিধানসভা কেন্দ্রে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে এবং মেদিনীপুর লোকসভা আসনে সিপিআইয়ের প্রবোধ পণ্ডার বিরুদ্ধে লড়ে হেরে গিয়েছিলেন। সেই সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি ও জীবন নিয়ে দীপক ঘোষের লেখা বই বেশ বিতর্ক তৈরি করেছিল।

কৌস্তভ বাগচীকে সমর্থন করেছিলেন দীপক!

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা এই বই বিতর্কের এমন পর্যায়ে চলে গিয়েছিল যে শেষ পর্যন্ত ওই বইকে কেন্দ্র করে শাসকদলের তরফে দীপক ঘোষের বিরুদ্ধে মানহানির মামলাও করা হয়। টানা ১২ বছর ধরে আদালতে চলছে সেই মামলা। উল্লেখযোগ্য বিষয় হল এখনও সেই মামলার কোনও নিষ্পত্তি হয়নি। আর এই বই বিতর্কের মাঝেই দীপক ঘোষের লেখা বইকে উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের জেরে গ্রেফতার করা হয় কংগ্রেসের আইনজীবী-নেতা কৌস্তভ বাগচীকে। আর সেই সময় কৌস্তভের পক্ষেই মতামত দিয়েছিলেন দীপক ঘোষ। কিন্তু সেই সব কিছুই আজ অতীত হয়ে গিয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রয়াত IAS বিধায়ক দীপক ঘোষ এর শেষ যাত্রায় দেখা করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আরও বেশ কয়েকজন রাজনৈতিক নেতা। তবে তাঁর বিদায় বেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কিনা সেই নিয়ে এখনও জল্পনা চলছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group