প্রীতি পোদ্দার, কলকাতা: ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেলেও এখনও জেলবন্দী প্রাক্তন শিক্ষামন্ত্রী। মায়ের মৃত্যুর পর, তাঁর প্যারোলের আবেদন মঞ্জুর করেছিল আদালত। এদিকে বার বার হাইকোর্টে জামিনের জন্য আর্জি জানানো হলেও খারিজ করে দেয় বিচারপতি। শেষে সুপ্রিম কোর্টে জামিনের জন্য মামলা করা হয়। কিন্তু ২০২৪ এর শেষে জামিন চেয়ে উল্টে দেশের শীর্ষ আদালতে ভর্ৎসিত হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।
CBI-র চার্জশিটে অনুমোদন রাজ্যপালের
সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায় এর আইনজীবী সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় বিচারককে জিজ্ঞাসা করেছিলেন যে বাকি সবাই জামিন পেয়ে গেলেও, কেন তিনি জামিন পাবেন না? আর এই প্রশ্ন শুনেই তীব্র ভর্ৎসনা করেছিলন বিচারপতি সূর্যকান্ত শর্মা। তিনি জানিয়ে দিয়েছিলেন, বাকিরা কেউ শিক্ষামন্ত্রী ছিলেন না। তাই অন্যদের সঙ্গে নিজের তুলনা করা উচিত নয় পার্থর। এদিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির বিশেষ আদালতে ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে। আর এই আবহে এবার মরার উপর খাঁড়ার ঘা পড়ল। CBI এর কাজ আরও মসৃণ করে দিল রাজ্যপাল সিভি আনন্দ বোস।
অনুমোদনের কপি আদালতে জমা CBI-র
সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে CBI এর চার্জশিটে অবশেষে অনুমোদন দিল রাজ্যপাল। জানা গিয়েছে CBI এর তরফে চার্জশিট রাজ্যপালের কাছে পাঠানো হলে তাতে অনুমোদন দিয়ে দেওয়া হয়। আর অনুমোদন পাওয়া মাত্র সেই চার্জশিটের কপি আদালতে জমা করে দেয় CBI। রাজভবনের এই বড় পদক্ষেপ নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর বিরুদ্ধে চার্জ গঠনের পথে আরও এক ধাপ এগিয়ে এল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
প্রসঙ্গত, দুর্নীতি মামলায় পার্থকে গ্রেপ্তারের ৮৮ দিনের মাথায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট আদালতে জমা দিয়েছিল CBI। আর সেই চার্জশিটে নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রধান দোষী হিসেবে উঠে এসেছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। নানা বিস্ফোরক তথ্য তুলে ধরেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সেই তদন্ত আরও মসৃণ করে দিল রাজভবন।