আরজি কর মামলায় নয়া মোড়, সন্দীপদের বিরুদ্ধে বিরাট প্ল্যান CBI-র

Published on:

r g kar case sandip ghosh cbi

প্রীতি পোদ্দার, কলকাতা: আরজি কর মামলায় এখনও অধরা বিচার। ৯০ দিনের মাথায় এসেও সিবিআই (Central Bureau of Investigation) আরজি করের খুন ও ধর্ষণের মামলায় চার্জশিট জমা না দেওয়ায় গত শুক্রবার শিয়ালদহ আদালত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের জামিন মঞ্জুর করে। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ফের রাস্তায় নেমে আন্দোলনের সিদ্ধান্ত নেয় জুনিয়র ডক্টর্স ফ্রন্ট থেকে বিভিন্ন চিকিৎসক সংগঠন। সেই মতো এ দিন দুপুরে করুণাময়ী থেকে সোজা CBI এর অফিস, সিজিও কমপ্লেক্স পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেয় জুনিয়র চিকিৎসকদের দল, সার্ভিস ডক্টর্স ফোরাম এবং নার্সেস ইউনিটির সদস্যেরা। আর সেখানেই তদন্তকারী অফিসারদের সঙ্গে সরাসরি কথা হয় আন্দোলনকারী প্রতিনিধিদের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

CBI সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে

সূত্রের খবর সেই কথাবার্তার পরে আন্দোলনকারী দেবাশিস হালদার তদন্তকারী আধিকারিক সকলের উদ্দেশে জানিয়েছেন, তিনি জানান, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পেয়েছে মানে এই নয় যে তাঁদের বিরুদ্ধে আসা অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। তদন্ত পুরো মাত্রায় বজায় রয়েছে। তাই কারও হতাশ হওয়ার বিষয় নেই। এছাড়াও আধিকারিক দাবি করেছেন যে ‘৯০ দিনের মধ্যে চার্জশিট দেওয়া হয়নি তার কারণ আরও কিছু জোরালো তথ্যপ্রমাণ জোগাড় করে তবেই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে।’ এদিকে কতদিনের মধ্যে CBI সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারবে জানতে চাওয়ায় জানা গিয়েছে এখনও সঠিক কোনো কিছুই নিশ্চিত বলা যাচ্ছে না।

এদিকে CBI এর তদন্ত এবং ভূমিকা নিয়েই এবার প্রশ্ন করেছে নির্যাতিতার বাবা। তিনি বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। CBI যেখানে আগেই লিখে দিয়েছিল যে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ৯০ দিনের মধ্যেই যা করার করব। সেটা তাঁরা সম্পূর্ণ করতে পারেনি। এবং তদন্ত যে ঠিক মতো হয়নি তার প্রমাণ তো পাওয়াই গেল। সিবিআইয়ের উপর এবার হতাশ হচ্ছি। আমরা আদালতে যাব। আদালত ছাড়া তো আমাদের আর কোনও রাস্তা খোলা নেই।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কুশপুতুল দাহ করাকে কেন্দ্র করে পুলিশের লাঠিপেটা

অন্য দিকে, রানি রাসমণি অ্যাভিনিউয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল অভয়া মঞ্চ। সেখানে বিক্ষোভ সমাবেশে এদিন বিক্ষোভ ঝামেলা এক অন্য রূপ ধারণ করে। জানা গিয়েছে রানি রাসমণি অ্যাভিনিউয়ের সমাবেশের শেষে কুশপুতুল দাহ করাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কেন কুশপুতুলের আগুনে জল ঢালা হচ্ছে, তা নিয়ে পুলিশের সঙ্গে অভয়া মঞ্চের সদস্যদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ বিক্ষোভকারীদের ওপর নানাভাবে অত্যাচার শুরু করে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group