“সমাধান না বের করলে, লাশের ওপর বিধানসভা ভোট হবে..” চরম হুঁশিয়ারি চাকরিহারাদের

Published on:

SSC Case

প্রীতি পোদ্দার, কলকাতা: গত বৃহস্পতিবার, সুপ্রিম কোর্টের নির্দেশ এক লহমায় চাকরিহারা (SSC Case) হয়েছেন প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থী। চাকরিহারাদের অভিযোগ, এই ব্যাপারে কারোর কোনো ভ্রক্ষেপই নেই। তাই রবিবার একদিকে যখন রামনবমীর মিছিল চলছে ঠিক তখনই দুঃখে মূর্ছা যাচ্ছে কলকাতা থেকে সমস্ত জেলার চাকরিহারারা। এদিকে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ অর্থাৎ সোমবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে নিয়োগ দুর্নীতিতে চাকরিহারাদের কর্মসূচি রয়েছে। জানা গিয়েছে সেই সভায় চাকরিহারাদের সঙ্গে মিলিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবেন তাঁদের সঙ্গে। তবে তার আগে গতকাল অর্থাৎ রবিবার বেশ কয়েকজন নিজেদের যোগ্য দাবি করা চাকরিহারারা শহিদ মিনারে সমবেত হয়েছিলেন। সেই কয়েকজনের মধ্যে মেহেবুব মণ্ডল নামে এক চাকরিহারা যুবক বিস্ফোরক মন্তব্য করেন সংবাদ মাধ্যমে। যা নিয়ে বেশ শোরগোল পরে যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

সূত্রের খবর, গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যায় রামনবমীতে যখন মাতোয়ারা রাজ্যের সমস্ত রাজনৈতিক দল। ঠিক তখনই অন্যদিকে সেই সমস্ত রাজনৈতিক দলগুলিকে চরম হুঁশিয়ারি দিলেন স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে চাকরিহারারা। এদিন সন্ধ্যায় শহিদ মিনারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের কাছে এই সমস্যার জট খোলার জন্য তৎপর হতে অনুরোধ জানালেন তাঁরা। সেই সময় মেহেবুব মণ্ডল নামে এক চাকরিহারা যুবক বলেন, ‘আদালতই আমাদের শেষ ভরসা ছিল। কিন্তু শেষ পর্যন্ত কয়েকশো অযোগ্যদের জন্য আমাদের সঙ্গে সঠিক ন্যায় বিচার হল না। অযোগ্যদের সঙ্গে আমাদেরও বলি দেওয়া হল। রাজনীতি চলছে। একদিকে শাসকদল বলছে আমাদের প্রতি সমবেদনা আছে অন্যদিকে বিরোধী দলগুলিও বলছে আমাদের প্রতি সমবেদনা আছে। সবার যখন সমবেদনা আছে তাহলে আপনারা কাদা ছোড়াছুড়ি করছেন কেন?”

রায় পুনর্বিবেচনার আবেদন চাকরিহারাদের

এছাড়াও মেহেবুব মণ্ডল নামে সেই চাকরিহারা যুবক আরও দাবি করেন যে, “দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কোনো ঘটনায় একটা মানুষকে মৃত্যুদণ্ড দিতে চাইলে বছরের পর বছর বিশ্লেষণ করে। কিন্তু এক্ষেত্রে সেটা হল না। আজ যখন এতজন মানুষকে গণমৃত্যুদণ্ড দেওয়া হল, একবারও তখন সেক্ষেত্রে বিবেচনা করার প্রয়োজন বোধ করল না? হাতের সামনে এত উপকরণ ছিল সেসব না বিচার করেই হঠাৎ রায় দিয়ে দিল। যা অসহনীয়। তাই আমরা অবশ্যই রায় পুনর্বিবেচনার আবেদন জানাব।’ অন্যদিকে তিনি বঙ্গের সমস্ত রাজনৈতিক দলগুলির উদ্দেশে আরও দাবি করেছেন যে, “আপনারা তাহলে বসুন। আপনারা বলছেন রাস্তা আছে, রাস্তা বের করুন।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ রেশন কার্ড নিয়ে নয়া নির্দেশিকা সরকারের

রাজনীতিবিদদের হুমকি দিল চাকরিহারারা

শুধু তাই নয়, রীতিমত জোড়ালো হুমকি দিয়ে মেহেবুব মণ্ডল রাজনৈতিক দলগুলিকে জানান, “আপনারা যদি আমাদের বাঁচার রাস্তা বের করে না দেন তাহলে আসন্ন ২৬ এর বিধানসভা নির্বাচন কাউকে লড়তে দেব না। কাউকে না। যদি নির্বাচন লড়তেই হয় তাহলে আমাদের লাশের ওপর দিয়ে নির্বাচন লড়তে হবে। কারও কারসাজিতে আমরা কান দেব না। বারুদ সংগ্রহ করে রেখেছি, এবার শুধু আগুন লাগানোর অপেক্ষা। নিজেদেরকে মারতেও আমরা রাজি আছি, কারণ আমরা সুপ্রিম কোর্টের রায়ে অনেক আগেই মরে গিয়েছি।”

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group