‘বিমান বসুকে বলুন চিঠির জবাব দিতে’, জোটের আবেদন করা সুজনকে জবাব নওশাদের

Published:

Nawsad Siddique
Follow

প্রীতি পোদ্দার, ভাঙর: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে রীতিমত উঠে পড়ে লেগেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। এক কথায় বলা যায় বাংলার মসনদ দখলের লড়াইয়ে রীতিমত জোর কদমে প্রস্তুতি নিচ্ছে সকলে। এমতাবস্থায় নির্বাচনের আগে এবার তৃণমূল-বিজেপি বিরোধী জোট গঠনে আগ্রহ প্রকাশ করল সিপিআইএম। ভাঙড়ে এসে নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)জোটের আহ্বান জানালেন বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী। কিন্তু এবার সেই জোট নিয়ে তৈরি হল এক প্রবল সমস্যা।

ISF-কে জোটের আহ্বান সুজনের

গত বছর অর্থাৎ ২০২৪ সালে লোকসভা ভোটে বামফ্রন্টের সঙ্গে জোট ভেঙে আইএসএফ ভোটের ময়দানে স্বতন্ত্র লড়াই করেছিল। সেই সময় রাজনৈতিক অন্দরে ব্যাপক শোরগোল শুরু হয়ে গিয়েছিল। তবে এবার যেন পাশা উল্টে গেল। ২০২৬-এর বিধানসভা ভোটের দামামা বাজার আগেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ভাঙড়ে গিয়ে ISF-কে জোটের আহ্বান জানালেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে তিনি বলেন, “পশ্চিমবাংলার সকলকে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে একজোট করানো আমাদের আগ্রহ। কিন্তু বাকি সকলে একজোট থাকবে কি না তাঁদের মনোভাবের ব্যাপার আছে।”

জবাব দেননি নওশাদ সিদ্দিকি

জোট নিয়ে প্রতিবার জলঘোলা নতুন কিছু নয়। শেষ লোকসভায় বামেদের ছাড়াই একা-একা লড়েছিল আইএসএফ। সেই সময় মুর্শিদাবাদে আইএসএফ প্রার্থীর নাম ঘোষণার করে দেওয়ার পরেও সেখানে প্রার্থী দিয়ে দেয় সিপিএম। তারপর নওশাদ বলেন, তাঁরা জোটে লড়বেন না। অপরদিকে, ডায়মন্ড হারবারের ক্ষেত্রেও দেখা যায় একা একা প্রার্থী দিয়েছে আইএসএফ। তবে এবার বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর সঙ্গে জোট বাঁধবেন কি না সেই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তবে ভোট নিয়ে উল্টে পরামর্শ দিলেন সুজন। স্পষ্ট জানিয়ে দিলেন জোট চেয়ে বিমান বসুকে তিনি যে চিঠি দিয়েছিলেন সেটার জবাব দেওয়ার দাবি জানালেন তিনি।

আরও পড়ুন: নেওয়া হবে ব্যবস্থা! নির্বাচনের আগেই বহু পুরসভায় বদলাতে পারে চেয়ারম্যান

উল্লেখ্য, গত অগাস্টেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি লিখেছিলেন নওশাদ সিদ্দিকি। জোটের জন্য আর সময় নষ্ট না করে জোট প্রক্রিয়া শুরু করা হোক বলেই সংশ্লিষ্ট চিঠিতে উল্লেখ করেছিলেন তিনি। সেই সময় বিমান বসু নওশাদকে বলেছিল যে দুর্গাপুজোর পরে কথা হবে। কিন্তু এখনও পর্যন্ত বার্তা না আসায় বিরক্ত ISF শিবির। তাই এবার একসঙ্গে জোটবদ্ধ হবে কিনা তা নিয়ে বেশ সংশয় তৈরি হয়েছে। ২০২১ সালেই ব্রিগেডের মঞ্চে বাম, কংগ্রেস ও আইএসএফ প্রথম জোট করেছিল। আর সেই সময় এই জোটের নাম দেওয়া হয়েছিল ‘সংযুক্ত মোর্চা’।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join