প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে বারংবার উঠে আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ। কারণ গত সপ্তাহে নির্বাচনের দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর চড়াও হয়েছিল সেই বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়া। পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছিল যে এই ঘটনা হাইকোর্টের দরবারে গিয়ে পৌঁছোয়। এখনও উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বর। আর এই জটিল পরিস্থিতির মাঝেই এবার ‘উৎকর্ষ কেন্দ্রে’র তকমা হারাল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)।
বড় অভিযোগ তুললেন সুকান্ত মজুমদার
সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ‘উৎকর্ষকেন্দ্র’ হিসেবে গড়ে তোলা যেতে পারে বলে প্রাথমিক তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে চূড়ান্ত তালিকা থেকে এবার বাদ পড়েছে এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম। জানা গিয়েছে এমপাওয়ার্ড এক্সপার্ট কমিটি, বা EEC ইনস্টিটিউট অফ এমিনেন্স তকমার জন্য বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়কে চিহ্নিত করেছিল। যার মধ্যে ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ২০২২ সালে যাদবপুর বিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শিক্ষা মন্ত্রক। সেই সময় জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের জন্য ৩ হাজার ২৯৯ কোটি টাকা প্রয়োজন। যার ২০% রাজ্য সরকার দিলে, বাকিটা দেবে কেন্দ্রীয় সরকার। কিন্তু কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সেই টাকা রাজ্য সরকার দেয়নি।
আর্থিক সহায়তা না করার অভিযোগ
এদিন সংসদে দাঁড়িয়ে রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন যে কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ইনস্টিটিউট অফ এমিনেন্স তকমা পাওয়ার সুযোগ পেল না। আর সেই প্রশ্নের জবাব দিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য সরকার কাঠগড়ায় তুললেন। তিনি খতিয়ান তুলে ধরে দাবি করেছিল যে, রাজ্য সরকার ওই পরিমাণ টাকা দিতে অস্বীকার করে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত বাজেট ক্রমশ কমিয়ে দেওয়া হয়। ৩ হাজার ২৯৯ কোটি টাকার বাজেট কমে দাঁড়িয়েছিল ৬০৬ কোটিতে। সেক্ষেত্রে এই বাজেটে কোনও শিক্ষা প্রতিষ্ঠানকে ‘উৎকর্ষ কেন্দ্র’ হিসাবে গড়ে তোলা সম্ভব নয়। তাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে কমিটি সুপারিশ করেছিল যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ‘উৎকর্ষ কেন্দ্রে’র তালিকা থেকে বাদ দেওয়া হোক। কমিশন তাতে সবুজ সংকেত দিয়েছে বলেই দাবি সুকান্তর। এবার এই ইস্যু নিয়ে মাঠে নামতে চাইছে বিজেপি।
আরও পড়ুনঃ দোল পূর্ণিমায় ভাগ্য খুলবে এই ৪ রাশির, রইল আজকের রাশিফল, ১৩ই মার্চ
এদিকে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার পুলিশ ফাঁড়ি তৈরি করার প্রস্তাব দেওয়া হল। লালবাজার থেকে গত মঙ্গলবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে পরিষ্কার করে পুলিশ আউটপোস্ট বা ফাঁড়ি তৈরির করার কথা উল্লেখ করা হয়েছে। এমনকী একসপ্তাহের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মতামত জানাতে বলা হয়েছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |