দুর্নীতি নিয়ে খবর করার জের, মুর্শিদাবাদে পঞ্চায়েত প্রধানের স্বামীর হাতে আক্রান্ত সাংবাদিক

Published:

Murshidabad
Follow

প্রীতি পোদ্দার, মুর্শিদাবাদ: হাতে মাত্র আর কয়েকটা মাস বাকি এর পরেই ২৬ পড়তে না পড়তেই শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচনের উৎসব পর্ব। তাইতো এই কয়েকটা মাসকে কাজে লাগাতে এখন থেকেই ভোট যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন শাসক দল থেকে শুরু করে বিরোধীরা। সাধারণ মানুষের কাছে নিজেদের ক্ষমতা প্রদর্শনের রেসে এক অপরকে টেক্কা দিয়ে চলেছে বিভিন্ন রাজনৈতিক দল। এমতাবস্থায় মুর্শিদাবাদের (Murshidabad) হেরামপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সাংবাদিকের ওপর অত্যাচারের অভিযোগ উঠল। ক্ষুব্ধ গ্রামবাসী।

ঠিক কী ঘটেছে?

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ শুক্রবার, রাতে মুর্শিদাবাদ জেলার রাণীনগর ১ নম্বর ব্লকের হেরামপুর গ্রাম পঞ্চায়েতে ঘটে গেল এক ধুন্ধুমার কাণ্ড। অভিযোগ সরকারি শৌচালয় নির্মাণের জন্য অনেকদিন ধরেই আলোচনা চলছিল। কিন্তু নির্মাণের টাকা প্রশাসনের তরফে পঞ্চায়েতে মিললেও সেই টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষুব্ধ হতে ওঠে স্থানীয়সহ বিরোধীরা। তাই সেই কারণে উপযুক্ত ব্যবস্থা নিতে সরাসরি লিখিত অভিযোগ দায়ের করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন সরকারি দফতরে। আর এই খবর কভার করতে গিয়েই হেনস্থার মুখে পড়ে এক সাংবাদিক।

সাংবাদিকের উপর চড়াও পঞ্চায়েত প্রধানের স্বামী

জানা গিয়েছে, গতকাল শৌচালয় নির্মাণের আর্থিক টাকা নয়ছয় অভিযোগ নিয়ে হেরামপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানের স্বামীর সঙ্গে রীতিমত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বসির আহমেদ নামের এক সাংবাদিক। ধাক্কাধাক্কি করার পাশাপাশি মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে। এরপর কোনো রকমে প্রাণে বেঁচে ফিরে আসে আহত সাংবাদিক। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই সাংবাদিকদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি, সাংবাদিকদের কাজ জনগণকে দুর্নীতির খবর এবং সত্য ঘটনা প্রকাশ করাই হল মূল উদ্দেশ্য, কিন্তু সেই কাজে একাধিকবার বাঁধার মুখে পড়তে হয় তাঁদের। তাই সেক্ষেত্রে অবিলম্বে সরকারের বড় পদক্ষেপ নেওয়া উচিত।

আরও পড়ুন: রানীগঞ্জে নামি কোম্পানির লেবেল দিয়ে ভেজাল তেল বিক্রি! কারখানায় ঢুকেই অবাক পুলিশ

শাস্তির দাবি করলেন আহত সাংবাদিক

রাণীনগর ১ নম্বর ব্লকে দুর্নীতির খবর কভার করতে গিয়ে এইভাবে সাংবাদিক বসির আহমেদকে মারধর করার অভিযোগে তিনি গতকাল রাতেই হেরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এবং তিনি যথার্থ তদন্ত এবং পঞ্চায়েত প্রধানের স্বামীর উপযুক্ত শাস্তিরও দাবি করেন। তবে শুধু আহত সাংবাদিক নয়, পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে গর্জে উঠেছে স্থানীয় মানুষেরাও। তারাও পুলিশের কাছে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join