ঝুলেই রইল পার্থের ভাগ্য! জামিন মামলা থেকে সরে এলেন বিচারপতি বাগচী, অন্য বেঞ্চে হবে শুনানি

Published on:

Partha Chatterjee

প্রীতি পোদ্দার, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে ফের বিপাকে পড়লেন পার্থ চট্টোপাধ্যায়! সুপ্রিম কোর্টে জামিন মামলা থেকে সরে এলেন বিচারপতি জয়মাল্য বাগচী। জানা গিয়েছে, অন্য বেঞ্চে হবে এই মামলার শুনানি। তাই লক্ষ্মীবারেও ভাগ্য সহায় থাকল না পার্থর। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জেলবন্দি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার ভাগ্য সেই ঝুলেই রইল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বড় ধাক্কা খেলেন পার্থ চট্টোপাধ্যায়

‘আনন্দবাজার’ এর রিপোর্ট অনুযায়ী, নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপধ্যায়কে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। এই মামলায় একাধিকবার জামিনের জন্য হাই কোর্টে দ্বারস্থ হলেও সেখানে জামিনের আবেদন মঞ্জুর হয়নি। এর পর বাধ্য হয়েই প্রাক্তন শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টে মামলা করেন। জানা গিয়েছে আজ অর্থাৎ বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য ওঠে বিচারপতি কান্ত এবং বিচারপতি বাগচীর বেঞ্চে। কিন্তু শুনানির শুরুতেই ফের জোর ধাক্কা খেলেন তৃণমূলের প্রাক্তন নেতা পার্থ চট্টোপাধ্যায়।

মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

রিপোর্ট অনুযায়ী, এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদনের মামলাটি বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে ওঠে। কিন্তু শুনানি শুরু হওয়ার মুখেই বিচারপতি বাগচী স্পষ্ট জানিয়ে দেন যে তিনি এই মামলাটি শুনবেন না। এই প্রসঙ্গে, বিচারপতি কান্ত জানান, অন্য কোনও বেঞ্চে ওই মামলার শুনানি হবে। আদালতের নিয়ম অনুযায়ী, একই বেঞ্চের অন্তর্ভুক্ত কোনও এক জন বিচারপতি নির্দিষ্ট মামলা শুনতে না-চাইলে নতুন বেঞ্চে যায় সেই মামলা। যার দরুন এই সিদ্ধান্ত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: ‘বাংলায় ৯০ লাখ রোহিঙ্গা মুসলিম’, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার দাবি শুভেন্দুর

কেন এই সিদ্ধান্ত?

এদিকে মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা মনে করছেন, কলকাতা হাই কোর্টের বিচারপতি থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়দের জামিনের মামলা শুনেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী। ফলে তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে। তাই মামলাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। যার দরুন আজ অর্থাৎ বৃহস্পতিবারও সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জেলবন্দি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার কোনও নিষ্পত্তি হল না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group