‘চুড়ি পরে বসে নেই’, এবার অনুব্রতকে খেলার চ্যালেঞ্জ কাজলের! তোলপাড় বীরভূম

Published on:

anubrata mondal

প্রীতি পোদ্দার, বীরভূম: প্রায় ১৮ মাস পর তিহার জেল থেকে ছাড়া পেয়ে সম্প্রতি দুর্গাপুজোর আগে বীরভূমে ফিরেছেন কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এত দিন পরে নিজের এলাকায় ফিরে যেন খানিক স্বস্তির নিশ্বাস ফেললেন তিনি। গ্রামের বাসিন্দারাও বেশ খুশি। কিন্তু নিজের দলেরই বেশ কিছু লোক যেন কেষ্ট ফেরায় বেশ অখুশি। ফলে নড়েচড়ে বসেছেন তৃণমূলের বিরোধীরাও। তাঁরাও যে হাত গুটিয়ে বসে থাকবেন না, সে বার্তাও রাখঢাক না করেই বলে বসেছেন কাজল শেখ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কিছুদিন আগে নানুরের থুপসরা এলাকায় সাংগঠনিক বৈঠক করতে গিয়ে কারও নাম না-করে কাজল শেখ বলেছিলেন, ‘কেউ যদি মনে করেন পাঙ্গা নেবেন, নিন। আমি চুড়ি পরে বসে নেই৷  আমি সব খেলাই খেলতে জানি। যে দিন গোটাব, সে দিন একদম গুটিয়ে দেবো।’ সঙ্গে তিনি আরও বলেন, ‘আমি বালির পার্সেন্টেজ খেতে আসিনি৷ দলটা ভালোবেসে করি।’ কেষ্টর আবেগ কাটিয়ে চেনা ছন্দে ফিরতে যে বেশিক্ষণ লাগবে না, সেটা বুঝতে পেরেছেন কাজল শেখও। আর এই আবহে এবার নাম না করে অনুূব্রতকে নিশানা করে জেলায় গোষ্ঠী রাজনীতি করার গুরুতর অভিযোগ আনলেন কাজল।

বিজয়া সম্মিলনী প্রসঙ্গে অনুব্রতর ওপর বিস্ফোরক

২০২২ সালের অনুব্রতকে CBI গরু পাচার মামলায় গ্রেফতার করার পর কোর কমিটির তত্ত্বাবধানেই জেলায় অনুষ্ঠিত হয়েছে দুটি নির্বাচন। ওই ভোটে সেই অর্থে বড় কোনও অশান্তির ঘটনা ঘটেনি জেলায়। বীরভূম জেলা পার্টি অফিসের দেওয়াল থেকে কোর কমিটির সদস্যদের ছবি সরে শুধু অনুব্রত মণ্ডলের ছবি টাঙানোতেই স্পষ্ট হয়ে গিয়েছিল, এখন কেষ্ট একাই কোর কমিটি। তাতেই যেন ক্ষোভ বাড়ল বাকি সদস্যদের। তার উপর বিভিন্ন এলাকায় কোর কমিটিকে সম্পূর্ণ তথ্য না দিয়েই বিভিন্ন জায়গায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠান করায় এদিন দলীয় এক কর্মসূচি থেকে সেই ক্ষোভ প্রকাশ করে কাজল শেখ বলেন, “কোর কমিটিকে অন্ধকারে রেখে দলের কর্মসূচি করা হচ্ছে। ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনী হচ্ছে অথচ কোর কমিটির নেতারাই জানেন না।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নির্বাচন নিয়ে খোঁচা দিল কাজল শেখ

অন্যদিকে বীরভূমের কঙ্কালিতলার বিজয়া সম্মিলনী প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে কাজল বলেন, “কাউকে না জানিয়ে বিজয়া সম্মিলনী করা হচ্ছে। অথচ মনে রাখতে হবে শেষ পঞ্চায়েত এবং লোকসভা ভোটে জেলায় আমরা শুধু ভাল ফল করেছি তাই নয় এই দুটো ভোটে কোনও খুনোখুনির ঘটনা ঘটেনি।” অর্থাৎ এই কথার মাধ্যমেই স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে অনুব্রত জেলার সভাপতি থাকাকালীন প্রায় প্রতিটি ভোটে অশান্তির দৌলতে বারে বারে খবরের শিরোনামে উঠে এসেছে বীরভূম। যদিও এব্যাপারে অনুব্রত মণ্ডলের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group