“বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে সবচেয়ে বেশি খুন, ধর্ষণ বাংলায়!” বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Published:

Kalyan Banerjee
Follow

প্রীতি পোদ্দার, শ্রীরামপুর: টিভির পর্দায় প্রায়শই খবরের শিরোনামে উঠে আসে নারী নির্যাতনের একাধিক খবর। কিছুদিন ধরেই দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ কাণ্ডে উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। এমতাবস্থায় মেয়েদের নিরাপত্তা সংক্রান্ত প্রশাসনের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। দাবি করলেন যে বাংলায় খুন-ধর্ষণ একমাত্র বাম আমলেই নাকি সবচেয়ে বেশি ছিল। শুধু প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে নয় শুভেন্দু অধিকারীকে নিয়েও কড়া ভাষায় কটাক্ষ করলেন তিনি।

বাম আমলেই সবচেয়ে বেশি হয়েছে ধর্ষণ!

গতকাল অর্থাৎ বুধবার, শ্রীরামপুরে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বাংলায় ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সরাসরি দোষারোপ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে ‘’বাংলায় খুন ধর্ষণ তাদের আমলেই বেশি হয়েছে। আর বুদ্ধদেব ভট্টাচার্যের সময় সেটা হয়েছে সবচেয়ে বেশি। ওর ছবি টাঙিয়ে যতই ইনটেলেকচুয়াল বলুন না কেন আমরা এখনো বলি ছিঃ বুদ্ধ ছিঃ। মারা গেছেন উনি শ্রদ্ধা করি। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আপনি কদর্য ইতিহাস তৈরী করে গেছেন। তার সময় পুলিশ সিপিএম এর গোলাম হয়ে থাকত। আর ওনার সময় কোন জায়গায় সবচেয়ে বেশি ফুর্তি হত সে আপনারা জানেন আমি আর কি বলব।”

শুভেন্দু অধিকারী কে বড় চ্যালেঞ্জ কল্যাণের

এছাড়াও শ্রীরামপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বঙ্গ বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়েও কটাক্ষ করেছেন। তিনি বলেন যে, “এখন এসেছে শুভেন্দু অধিকারী। ২০২৬ এর ভোটে কত হাজার ভোটে তোমাকে হারতে হয় শুধু দেখে নিও। তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিচ্ছো। কত বড় নেতা। আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম শ্রীরামপুর সংসদ এলাকার কোনও একটা আসনে দাঁড়িয়ে যদি জিততে পারো তবে বুঝব তুমি বাপের ব্যাটা। কত হিম্মত দেখি। আমি দাঁড়ালে তোমার জামানত বাজেয়াপ্ত করে ছেড়ে দেবো। আমি নরেন্দ্র মোদীকে রাজনৈতিক ভাবে একশবার সমালোচনা করব। কিন্তু ব্যাক্তিগত ভাবে কখনও আক্রমণ করব না। আর আপনি বিরোধী দলনেতা হয়ে মুখ্যমন্ত্রীকে শুধু আক্রমণ করে যাচ্ছেন। দুষ্কৃতীদের কোনও জাত ধর্ম হয় না।”

আরও পড়ুন: টোটো ধরায় ট্র্যাফিক কনস্টেবলকে রাস্তায় ফেলে পেটালেন শ্রীরামপুরের তৃণমূল নেতা!

সম্প্রতি দুর্গাপুরের ধর্ষণ কাণ্ডে রাজ্য রাজনীতিতে যে তোলপাড় কাণ্ড ঘটে চলেছে তার পরিপেক্ষিতেও শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় কটাক্ষ করেছেন। তিনি বলেন, “দূৃুর্গাপুরে একটা ঘটনা ঘটেছে আর শুভেন্দু বাবু সেটাকেও হিন্দু মুসলিম করছেন। আপনি তো কট্টোর হিন্দু। কট্টোর হিন্দুও যেমন কট্টোর মুসলিমও তেমন। আপনি দেখিয়ে দিন এরকম কোন কট্টোর হিন্দু মহিলা আছে যে পুলিশকে ডেকে তার ভাইকে ধরিয়ে দিয়েছে। আমাদের দেখেই তো মহিলারা রাজনীতিতে আসবে। কিন্তু রক্ষকই যদি ভক্ষক হয়ে যায় তাহলে সমাজকে বাঁচানো যায় না। অনেক মহিলা রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরে সহকর্মীদের সঙ্গেই ফেরে৷ মায়ের জাত তাদের তো আগে সম্মান করতে হবে৷ নারী শক্তির সম্মান সবচেয়ে বড়৷”

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join