“মহুয়া সবচেয়ে বেশি নারী বিদ্বেষী, আই হেট হার!” এবার কল্যাণের নিশানায় দলীয় সাংসদ

Published:

Kalyan Banerjee On Mahua Moitra
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: কসবার ল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় একের পর এক উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে। তার উপর কসবার ধর্ষণকাণ্ডে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে তীব্র অস্বস্তি। যদিও দল আনুষ্ঠানিকভাবে দুই তৃণমূল নেতার মন্তব্যের দায়কে ব্যক্তিগত বলে উল্লেখ করে দায় ঝেড়ে ফেলেছে। আর এই আবহে এবার মহুয়া মৈত্রকে সরাসরি টার্গেট করল কল্যাণ।

বিস্ফোরক মন্তব্য কল্যাণের!

ঘটনা সূত্রে জানা গিয়েছে আজ অর্থাৎ রবিবার, সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মহুয়া মৈত্রকে (Kalyan Banerjee On Mahua) সরাসরি নিশানা করেন কল্যাণ বন্দোপাধ্যায়। তিনি বলেন, “আমি নারী বিদ্বেষী নই। মহুয়া সবচেয়ে বেশি নারী বিদ্বেষী। আজ অবধি কৃষ্ণনগরের কোন মহিলা নেত্রীকে উঠতে দেয় না। যে কিনা নিজে নারী হয়ে একটা নারীর সংসার ভেঙে ৬৫ বছরের পুরুষকে বিয়ে করে তার কাছ থেকে আমি নারী বিদ্বেষ নিয়ে কোন মন্তব্য শুনতে চাই না। ‘আই হেট হার’।” আর তাতেই শাসকদলের অন্দরে শুরু হয়েছে একাধিক বিতর্ক।

সরাসরি নিশানা মহুয়া মৈত্রকে!

এখানেই থামেননি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ” হ্যাঁ, আমি নারীবিদ্বেষী, তবে সেটা শুধু একজনের ক্ষেত্রেই। তিনি মহুয়া মৈত্র। আমি তাঁকে ঘৃণা করি। এঁরা কবে রাজনীতিতে এসেছেন, রাহুল গান্ধীর বান্ধবী বলে কৃষ্ণনগরে রাজনীতি করতেন। ২০১১ থেকে চলে গেলেন। তৃণমূল কংগ্রেসের ভাল সময় বিধায়ক হয়েছিলেন, তারপর সাংসদ।”

যদিও কল্যাণের এই মন্তব্য প্রসঙ্গে মহুয়া মৈত্রর প্রতিক্রিয়া জানার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর কোন প্রত্যুত্তর পাওয়া যায়নি।

আরও পড়ুন: কসবা কাণ্ডে কল্যাণের বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ দল! পাল্টা হুঁশিয়ারি শ্রীরামপুরের সাংসদের

আসলে কসবার কলেজকাণ্ড নিয়ে কল্যাণ-মদনের বেফাঁস মন্তব্যের পর মহুয়া মৈত্র তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছিলেন যে, ‘ভারতে নারীবিদ্বেষ দলীয় সীমানা দেখে না।। পার্থক্য হল, যেই ভুল করুক না কেন, তৃণমূল কংগ্রেস এই জঘন্য মন্তব্যগুলির নিন্দা করে।’ আর তাতেই ফোঁস করে উঠেছে সাংসদ তথা আইনজীবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join