শ্বেতা মিত্র, কলকাতা: সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী। আর এই বাজেট পেশ করে একগুচ্ছ ঘোষণাও করা হল সরকারের তরফে। বেতন বৃদ্ধি থেকে শুরু করে বিয়ের জন্য পরিবারগুলিকে টাকা দেওয়া, বিনিয়োগ, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন সহ এদিন অনেক ঘোষণা করে সরকার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আসলে আজ কর্ণাটক সরকারের বাজেট (Karnataka Budget) পেশ করেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এই বাজেটে তিনি ৭.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের একটি নতুন শিল্প নীতি ঘোষণা করেছেন এবং ২০ লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টিরও আশ্বাস দিয়েছেন।
মুসলিম সম্প্রদায়ের জন্য বড় ঘোষণা সরকারের
এই বাজেটে মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের জন্য, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের জন্য অনেক বড় বড় পরিকল্পনা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ইমামদের বেতন ৬,০০০ টাকা করার ঘোষণাও করেছেন। এছাড়াও, জৈন পুরোহিত এবং শিখ গ্রন্থিরাও একই বেতন পাবেন। এছাড়াও মুসলিম মেয়েদের জন্য ১৫টি মহিলা কলেজ খোলা হবে। ওয়াকফ বোর্ডের খালি জমিতে সরকার এগুলি নির্মাণ করবে। এর পাশাপাশি, আরও ১৬টি মহিলা কলেজ খোলার পরিকল্পনা রয়েছে।
এখানেই শেষ নয়, সংখ্যালঘু পরিবারগুলিকে বিয়ের জন্য ৫০,০০০ টাকার আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে। এর জন্য শর্ত অবশ্য শর্ত বেঁধে দেওয়া হয়েছে। যেমন বিবাহটি একটি সাধারণ অনুষ্ঠান হতে হবে। যদি এটি একটি বিলাসবহুল বিবাহ হয় তবে এই ধরনের সরকারি সাহায্য পাওয়া যাবে না।
বিশ্ববিদ্যালয়ের নাম বদলের ঘোষণা
একটি গুরুত্বপূর্ণ ঘোষণাও করা হয়েছে সরকারের তরফে। সরকার জানায় যে বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নামকরণ এখন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নামে করা হবে। বিশ্ববিদ্যালয়ের নতুন নাম হবে ডঃ মনমোহন সিং বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটি। একই সাথে, মসজিদের সহকারী গ্রন্থি এবং মুয়াজ্জিনকেও প্রতি মাসে ৫০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। তিনি ঘোষণা করেন যে বেঙ্গালুরুতে নির্মিত হজ ভবনটিও সম্প্রসারিত করা হবে। এখানে হজযাত্রী এবং তাদের পরিবারবর্গের জন্য আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
কর্ণাটকে ২৫০টি মৌলানা আজাদ মডেল ইংরেজি স্কুল খোলার ঘোষণাও করা হয়েছে। সরকারি নীতিমালার আওতায় এই স্কুলগুলো খোলা হবে এবং এগুলোকে মডেল স্কুল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর জন্য সরকার ৫০০ কোটি টাকা বাজেট বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে।