নির্দল হয়ে হারান তৃণমূলকে, এবার তালডাংরা কেন্দ্রে BJP-র প্রার্থী! কে এই অনন্যা রায় চক্রবর্তী?

Published:

ananya roy chakraborty taldangra bjp candidate
Follow

বাঁকুড়াঃ দুর্গাপুজো মিটতে না মিটতেই, দেশজুড়ে ফের শুরু হয়েছে ভোটের মরসুম। উৎসবের মধ্যেই পশ্চিমবঙ্গ এবং দেশের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী নভেম্বর মাসের ১৩ তারিখে এই উপনির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছে। গণনা হবে ২৩ নভেম্বর। পশ্চিমবঙ্গের মোট ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে। সেই কেন্দ্রগুলি হল, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা, মাদারিহাট, সিতাই। আর এই ৬ কেন্দ্রের জন্যই বিজেপি সবার আগে তাঁদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

বাংলার ৬ কেন্দ্রের বিজেপি প্রার্থীদের নাম

বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫টিই ছিল শাসক দল তৃণমূলের দখলে। শুধুমাত্র মাদারিহাট কেন্দ্রেই বিজেপির বিধায়ক ছিল। মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা লোকসভা আসনে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। এবার ওই কেন্দ্রের বিজেপির হয়ে লড়বেন রাহুল লোহার। এছাড়াও সিতাই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন দীপক কুমার রায়, নৈহাটি কেন্দ্রের রূপক মিত্র, হাড়োয়ায় বিমল দাস, মেদিনীপুরে শুভজিৎ রায় এবং তালডাংরায় অনন্যা রায় চক্রবর্তী পদ্মফুল চিহ্নে এবারের উপনির্বাচনে লড়বেন।

তালডাংরায় বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী

তবে এবার বিজেপির প্রার্থীদের মধ্যে সবার নজর কেড়েছেন তালডাংরার অনন্যা রায় চক্রবর্তী। তাঁর রাজনৈতিক কেরিয়ার চোখে পড়ার মতোই। একসময় ছিলেন তৃণমূলের কাউন্সিলর। এরপর নির্দল হয়ে পুরসভায় লড়েন। সেখানেও জয় হাসিল করেন তিনি। ১০ বছর ধরে বাঁকুড়া শহরে পরিচিত মুখ এই অনন্যা রায় চক্রবর্তী। এ বছরের সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেন অনন্যা। আর যোগ দেওয়ার এক মাসের মধ্যেই তাঁকে বিধানসভার প্রার্থী করল গেরুয়া শিবির।

অনন্যা রায় চক্রবর্তীর রাজনৈতিক জীবন

২০১৫ সালে বাঁকুড়া পুরসভার ১৫ নং ওয়ার্ডে প্রথমবার তৃণমূলের টিকিটে জয়ী হয়ে কাউন্সিলর হন অনন্যা। কিন্তু ২০২২-র নির্বাচনে তাঁকে আর টিকিট দেয়নি দল। এরপরই তিনি নির্দল হয়ে লড়ার ঘোষণা করেন, এবং জয়লাভও করেন। অনন্যা জানিয়েছেন, “এবার জেতার লড়াইয়ে নামতে হবে। তবে জয়ের ব্যাপারে আশাবাদী আমি”

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join