হবে না সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো? ‘অপারেশন সিঁদুর’ থিম ঘোষণার পর পুলিশি নোটিস!

Published:

Santosh Mitra Square
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: সন্তোষ মিত্র স্কোয়্যারের (Santosh Mitra Square) দুর্গাপুজোর আয়োজন মানে আলাদা আকর্ষণ। শিয়ালদহের কাছে এই পুজো দেখতে প্রতি বছর তাই বহু মানুষ ভিড় করেন। এবার ৯০ তম বর্ষে পা দিল সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো। আর তাই জোড়া চমক দিতে থিম হিসেবে বেছে নেওয়া হল অপারেশন সিঁদুরকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে সজল ঘোষ এই খবর জানিয়েছিলেন। কিন্তু সেই চমক দর্শকরা দেখার আগেই পুলিশের তরফ থেকে এবার পুজো বন্ধের নোটিস ধরিয়ে দিল পুলিশ।

সজলের পুজো বন্ধের নোটিস পুলিশের!

বিজেপি নেতা সজল ঘোষ সন্তোষ মিত্র স্কোয়্যারের চলতি বছরের পুজোর থিম ‘অপারেশন সিঁদুর’ ঘোষণা করতেই শোরগোল পড়ে গিয়েছে একাধিক জায়গায়। আর এদিকে সন্তোষ মিত্র স্কোয়্যারের থিম ঘোষণার পরেই মুচিপাড়া থানার পুলিশ ক্লাবের বিরুদ্ধে ক্রাউড ম্যানেজমেন্ট সংক্রান্ত নোটিস জারি করেছে। পুলিশের দাবি গতবছর সন্তোষ মিত্র স্কোয়্যারে ভিড় দেখেই দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে এই নোটিস জারি করা হয়েছে। কিন্তু এই নোটিসকে ঘিরে এবার শুরু হল রাজনৈতিক বাকবিতন্ডা।

কী বলছেন সজল ঘোষ?

বিজেপি নেতা সজল ঘোষের অভিযোগ, গত ২ বছর সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো মণ্ডপ পরিদর্শনে আসেন না পুলিশ কমিশনার। আজ হঠাৎ করেই এই নোটিস তাহলে কেন? সবটাই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হচ্ছে। আসলে পুজো বন্ধ করতেই মুচিপাড়া থানার পুলিশ নোটিস জারি করেছে। এমনকি মণ্ডপে ‘স্টল বসানোয় নিষেধাজ্ঞা’, ‘কতজন ভলান্টিয়ার রাখতে হবে’ ইত্যাদি নানা অভিযোগ তুলে ধরছে বলে পুলিশের প্রতি ক্ষুব্ধতা প্রকাশ করেছেন বিজেপি নেতা।

আরও পড়ুন: প্রথম দিনেই ১০ হাজার আবেদন, ব্রাত্য বসুর আবেদনে সাড়া চাকরিপ্রার্থীদের

প্রত্যেক বছর লাখ লাখ দর্শনার্থীদের ভিড়ে উপচে পড়ে সন্তোষ মিত্র স্কোয়ার চত্বর। ভিড় সামলাতে প্রচুর স্বেচ্ছাসেবক এবং পুলিশ মোতায়েন করতে হয়। যে বার সন্তোষ মিত্র স্কোয়ারে রামমন্দিরের আদলে মণ্ডপ উদ্বোধনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেইবারেও বিপুল ভিড় হয়েছিল দর্শনার্থীদের। পুজোর সব দিনেই রীতিমত ভিড় সামাল দিতে নাকানিচোবানি খেতে হয় পুলিশকে। তবে এ বার পুজোর অনেক আগে থেকেই শুরু হয়ে গেল নতুন এক বিতর্ক। একেবারে পুজো বন্ধের নোটিস নিয়ে পড়ে গেল ব্যাপক শোরগোল।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join