বঞ্চিত উত্তরবঙ্গ! বাণিজ্য সম্মেলেনে আমন্ত্রণ না পেয়ে ক্ষোভ প্রকাশ TMC-র শিল্পপতি বিধায়কের

Published on:

tmc mla krishna kalyani

প্রীতি পোদ্দার, কলকাতা: বহু প্রতীক্ষার অবসানের পর আজ থেকে শুরু হচ্ছে ২০২৫ এর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS 2025)। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই সম্মেলন চলবে আগামীকাল অর্থাৎ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ৪০ টি দেশের ২০০ জন প্রতিনিধি-সহ মোট ৫ হাজার বিশিষ্ট শিল্পপতি- শিল্প বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশ নেবেন। ইতিমধ্যেই ২০ টি দেশের রাষ্ট্রদূত এসে পৌঁছেছেন সম্মেলনে। এবারের সম্মেলনে অন্যতম প্রধান অতিথি হিসেবে থাকছেন ভুটানের প্রধানমন্ত্রী সেরিন টোবগে। কিন্তু বাইরের দেশে শিল্পপতি উপস্থিত থাকলেও রাজ্যের অন্যতম শিল্পপতিকে আমন্ত্রণ করতে ভুলে গেল আয়োজকরা। ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক তথা শিল্পপতি কৃষ্ণ কল্যাণী।

আমাদের সাথে যুক্ত হন Join Now

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ

সূত্রের খবর আজ অর্থাৎ বুধবার সকালে বাণিজ্য সম্মেলনে নিমন্ত্রিত না পাওয়ায় হতাশাজনক পোস্ট করেন তৃণমূল বিধায়ক তথা শিল্পপতি কৃষ্ণ কল্যাণী। তিনি এই বিষয়ে লিখেছেন, “উত্তর দিনাজপুরের জন্য এটি সত্যিই একটি বড় ধাক্কা যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৫-এর জন্য একটি আমন্ত্রণপত্রও ইস্যু করা হয়নি।” আর এই পোস্ট ভাইরাল হতেই রাজনীতি মহলে এক চাপা উত্তেজনার সৃষ্টি হল। সকলেই এই বিষয়ে নানা সমালোচনাও শুরু করেছে। আবার অনেকেই একে গোষ্ঠীদ্বন্দ্বের সূত্রপাত বলেও মন্তব্য করছেন।

আরও পড়ুনঃ সন্দীপ ঘোষকে ঝটকা দিল কলকাতা হাইকোর্ট

তবে এই বিষয়ে সরাসরি বিধায়ক তথা শিল্পপতি কৃষ্ণ কল্যাণীর সঙ্গে কথা বলা হয়েছে এক দৈনন্দিন সংবাদ সংস্থার সঙ্গে। সেখানে তিনি বলেন যে, আগে তিনি শিল্পপতি পরে তিনি তৃণমূলের বিধায়ক। রাজ্যে যেখানে এত বড় বাণিজ্য সম্মেলন হচ্ছে। উপস্থিত থাকবেন একাধিক জনপ্রিয় শিল্পপতি সেখানে উত্তরবঙ্গের একটি জেলা হিসাবে উত্তর দিনাজপুরের প্রতিনিধিত্ব থাকা উচিত। এছাড়াও তিনি আরও বলেন, ”অন্যান্য জেলার মত একজন বিধায়ক হিসেবে আমিও এই জেলায় বিনিয়োগ চাই। কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক উন্নতি চাই। সুতরাং এই সম্মেলনে ডাকা উচিত ছিল।”

Whatsapp Broadcast Join Now

দায়ী করা হল সম্মেলনের আয়োজকদের

তবে বাণিজ্য সম্মেলনে নিমন্ত্রণ না পাওয়া নিয়ে বিধায়ক তথা শিল্পপতি কৃষ্ণ কল্যাণী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন না। বরং এই গাফিলতির জন্য দায়ী করছেন এই সম্মেলনের আয়োজকদের। তাঁর মতে আয়োজকদের উত্তরবঙ্গের প্রতিনিধিত্বের কথা আরও গুরুত্ব দিয়ে মাথায় রাখা উচিত ছিল। নইলে এমন ধরনের অপমান উত্তর দিনাজপুরকে সহ্য করতে হত না।

সঙ্গে থাকুন ➥
X