প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: কিছুদিন আগে দিল্লিতে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। আর এই নির্বাচনের ফলাফল রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে গোটা রাজ্যে। সকলকে চমকে দিয়ে ২৭ বছরের খরা কাটিয়ে রীতিমত মাথা চারা দিয়ে সিংহাসন দখল করল বিজেপি। ভীতি ভেঙে গেল আপ সরকারের। এখন শুধু পাঞ্জাব সরকারই ভরসা। কিন্তু এদিকে এই পাঞ্জাব সরকার নিয়ে এবার উঠল বিরাট অভিযোগ। প্রায় দু’বছর ধরে যে দপ্তরের মন্ত্রী কুলদীপ সেই দপ্তরের নাকি কোনও অস্তিত্বই নেই।
ঘটনাটি কী?
সূত্রের খবর, পাঞ্জাবের আম আদমি পার্টির মন্ত্রী কুলদীপ (Kuldeep Singh) প্রথমে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের দায়িত্বে ছিলেন। কিন্তু গত দুই বছর আগে অর্থাৎ ২০২৩ সালে মে মাসে মন্ত্রিসভার রদবদলের সময় কুলদীপ সিং-কে ওই দপ্তর থেকে সরিয়ে NRI বিষয়ক পোর্টফোলিও এবং প্রশাসনিক সংস্কার দপ্তরের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু পরের বছর অর্থাৎ ২০২৪ সালে আরও একবার মন্ত্রিসভার রদবদল করা হয়েছিল। কিন্তু সেইবার তাঁর হাত থেকে NRI বিষয়ক পোর্টফোলিও এবং প্রশাসনিক সংস্কার এই দুই দপ্তরের দায়িত্ব কেড়ে নেওয়া হয়নি। সেই থেকে এখনও অবধি তাঁর কাঁধে এই দুই দায়িত্ব রয়েছে। তবে সম্প্রতি পাঞ্জাব সরকারের নজরে আসে প্রশাসনিক সংস্কার দপ্তর নামে কোনও দপ্তরই নেই।
বিজেপির তরফ থেকে উঠছে প্রশ্ন
সূত্রের খবর গত ১৯ ফেব্রুয়ারি পঞ্জাব সরকারের তরফ থেকে একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। আর সেই বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে কুলদীপের হাতে শুধুমাত্র NRI বিষয়ক পোর্টফোলিও দপ্তরের দায়িত্ব রয়েছে। প্রশাসনিক সংস্কার নামে কোনো মন্ত্রণালয় এর অস্তিত্ত নেই। কেবল কাগজে-কলমেই চলছিল। ২০ মাস পর হুঁশ ফেরে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের। যা নিয়ে রাজ্য রাজনীতিতে নানারকম বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলি কটাক্ষ করতে ছাড়ছে না। বিজেপির তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে কীভাবে একজন মন্ত্রীকে প্রায় দুই বছর ধরে একটি অস্তিত্বহীন বিভাগ পরিচালনা করার অনুমতি দেওয়া হল।
আরও পড়ুনঃ মেট্রো অতীত, এবার কলকাতায় গঙ্গার নিচে দিয়ে ছুটবে বাস-ট্রাক! তৈরী নকশা
এই প্রসঙ্গে বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারি জানিয়েছেন যে, “পাঞ্জাবে আম আদমি পার্টি প্রশাসনকে হাসির খোরাক করে তুলেছে। দলের মন্ত্রী ২০ মাস ধরে এমন একটি বিভাগ পরিচালনা করেছেন যার কখনও কোনো অস্তিত্বই ছিল না। কল্পনা করুন ২০ মাস ধরে মুখ্যমন্ত্রী জানতেনও না যে একজন মন্ত্রী একটি ‘অস্তিত্বহীন বিভাগ’ পরিচালনা করছেন। কেমন ধরণের সরকারের ওপর নির্ভর করছে সাধারণ মানুষ। ” একের পর এক কটাক্ষের মাঝে রীতিমত থতমত খেয়ে যাচ্ছে আপ সরকার। কারণ সম্প্রতি দিল্লির সিংহাসন হাতছাড়া হয়েছে আপ সরকারের। কিন্তু এই ধরনের ঘটনা পাঞ্জাব সরকারকে আরও কোণঠাসা করে দিচ্ছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |