“উনি ইতিহাস ভূগোল জানেন না..” কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে আক্রমণ কুণালের

Published on:

kunal ghosh

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রীতিমত জুবুথুবু অবস্থা শাসকদলের। ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত মামলায় দুই বছর ধরে জেলের ঘানি টেনে চলেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। মামলার জট এখনও কাটেনি। আর সেই আবহেই ফের রাজ্যের বিরুদ্ধে শিক্ষা দুর্নীতি প্রসঙ্গে বড় মন্তব্য করলেন প্রধান বিচারপতি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পঠনপাঠন ব্যবস্থা নিয়ে নানা সমস্যা তৈরি হওয়ায় বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়। বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তাদের দুটি অভিযোগ আছে। তার মধ্যে একটি অভিযোগ হল বিশ্ববিদ্যালয়ের খাতায় অধীনস্থ সমস্ত কলেজের অনুমোদন পুনর্নবীকরণ না করায় কলেজের পড়ুয়ারা বিএড পরীক্ষায় বসতে পারছে না। আর দ্বিতীয় অভিযোগ হল, NCTE গাইডলাইন অনুযায়ী কলেজে যে পরিকাঠামো থাকা প্রয়োজন, সেসবের কোনো ব্যবস্থা নেই এবং তারপরও কলেজ চলছে নিজস্ব নিয়মেই। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এই সমস্ত অভিযোগ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এর বেঁচে উঠল তিনি সমস্ত অভিযোগ ভালো করে শোনেন। এবং তারপরেই রাজ্যের বিরুদ্ধে ক্ষুব্ধতা প্রকাশ করেন।

কী বললেন প্রধান বিচারপতি?

এদিন তিনি বলেন, “দুর্নীতির অভিযোগে বন্ধ শিক্ষক নিয়োগ। পুলিশে কনস্টেবল নিয়োগও বন্ধ। কলেজেও এখন উঠছে দুর্নীতির অভিযোগ। এই সব কারণেই বাংলার ছেলেমেয়েরা বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে।” আর সেই মন্তব্য শুনে রীতিমত ক্ষেপে উঠলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, “আমি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, উনি এই রাজ্যের ইতিহাস ভূগোল জানেন না। বাম জমানার সময় একের পর এক মামলা হয়েছে। তখন নথি ছিল না, চিরকূটে সবকিছু হত। তাই কিছুই জানা যেত না। এখন কম্পিউটার আছে বলে সব জানা যায়।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পাল্টা ক্ষোভ প্রকাশ কুণালের

এছাড়াও তিনি আরও বলেন, “বাম জমানায় শিল্প বলে কিছু ছিল না। কম্পিউটার ঢুকতে দেয়নি। আর এই বিচারপতি বদলি হয়ে এসেছেন। অন্যদের কাছ থেকে ইতিহাস ভূগোল জেনে নেওয়া উচিত। ” কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে এই হেন কড়া মন্তব্যে রীতিমত প্রশ্নের মুখে পড়েছে শাসকদল। যা নিয়ে কলকাতা হাইকোর্টের কড়া প্রশ্নের মুখেও পড়তে পারেন বলে আশঙ্কা করছে সকলে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group