‘ক্ষমতায় এসে দুর্গোৎসবকে বিশ্বের মানচিত্রে তুলে ধরেছে মমতা সরকার’, দাবি কুণালের

Published on:

kunal ghosh

প্রীতি পোদ্দার: উৎসবের আমেজে মেতে উঠেছে গোটা বঙ্গবাসী। গোটা রাজ্যে যেন এখনও পুজোর আমেজ। রাস্তায় রাস্তায় ঢল নেমেছে মানুষজনের। আর অন্যদিকে ধর্মতলায় এখনও এই উৎসবের মরশুমে চলছে আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের টানা আমরণ অনশন। শাসকদলের একাংশ জুনিয়র ডাক্তারদের এই হেন কাজকর্মের বিরোধিতা করে চলেছে। একের পর এক কুমন্তব্য ক্রমেই বিদ্ধ করে চলেছে জুনিয়র ডাক্তারদের। আর তাঁদের মধ্যে অন্যতম হলেন কুণাল ঘোষ।

ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে একজন জুনিয়র ডাক্তারের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আর এই আবহে আরও একজন জুনিয়র ডাক্তার গতকাল এনআরএস হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে সপ্তমীর দিনে কুণাল ঘোষ নাকি থ্রেট কালচারে অভিযুক্ত পড়ুয়াদের সঙ্গে এবং অপরদিকে একের পর এক অভিযোগ থাকা চিকিৎসকদের নিয়ে তদন্ত কমিটি করেছেন বলে জানা গিয়েছে। যা নিয়ে বিরোধী দলেও কম কথা হয়নি। তবে এবার দুর্গাপুজো নিয়ে বড় তথ্য দিল তৃণমূল নেতা।

কুমোরটুলিতে গিয়ে উৎসবে ফেরার বার্তা

এর আগে কুমোরটুলিতে গিয়ে প্রতিমা তৈরির কাজ ঘুরে দেখেছিলেন কুণাল ঘোষ। উত্তর কলকাতার রামমোহন সম্মিলনীর পুজো কমিটির সঙ্গেই তিনি এদিন ঘুরে দেখলেন কুমোরটুলির কাজ। সেই সময় আরজি কর কাণ্ডের ন্যায় বিচার এর আর্জির পাশাপাশি দুর্গাপুজোকে ঘিরে অর্থনৈতিক প্রবাহ যাতে আটকে না যায় তার আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। আর এবার ফের দুর্গাপূজাকে নিয়ে বড় মন্তব্য করে বসলেন কুণাল।

কার্নিভাল এর ব্যাঘাত নিয়ে ক্ষোভ প্রকাশ কুণালের!

তিনি এক জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে একমাত্র বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে বিশ্ব সংস্কৃতির মঞ্চে তুলে ধরার জন্য এবং UNESCO র কাছে তুলে ধরার জন্য তৃণমূল সরকার অনেক কাজ করেছেন। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল থেকেই হয়ে আসছে এই কার্নিভাল। কিন্তু বাম এবং অতি বামদের প্ররোচনায় সেই কাজে ব্যাঘাত ঘটছে। এছাড়াও রাজ্য সরকারের আয়োজিত পুজোর কার্নিভালের দিন ‘দ্রোহের কার্নিভালে’র যে ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স, সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন কুণাল। তিনি বলেন, “কার্নিভাল বাংলার ঐতিহ্যকে তুলে ধরার অনুষ্ঠান। সেটার উপরে এত রাগ কেন? যা দেখার এবার আইন আদালত দেখবে।”

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥