JNU-তে লাল ঝড়ের মাঝেও উঁকি মারল গেরুয়া, ঐতিহাসিক জয় ABVP-র

Published on:

JNU Student Union Election

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: রাজ্য রাজনীতিতে বামফ্রন্ট সাধরণ জনগণের নজর সেভাবে সাড়া ফেলতে না পারায় রাজনৈতিক ময়দানে ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। এমনকি তাঁদের অস্তিত্বের লড়াই নিয়েও ওঠে একাধিক বিতর্ক। তবে এই সব বিতর্কের মাঝেও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ক্ষমতা ধরে রাখল বামেরাই। বাম-পড়ুয়াদের হাত ধরে ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে উঠল লাল ঝড়। বিপুল জয় লাভ করল বাম ছাত্র সংগঠন। তবে, সেখানে এক্ষেত্রে এবিভিপি হেরে গেলেও বড় শক্তি লাভ করল তারা।

নির্বাচনে বড় জয় বামের

সূত্রের খবর, গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয় জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (JNU Student Union Election)। ২০২৫ সালের সেই নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছিল। আজ অর্থাৎ সোমবার, নির্বাচনের সেই ফলাফল প্রকাশিত হয়েছে। আর তাতেই দুর্দান্ত রেজাল্ট করল বামপন্থী প্রার্থীরা। চারটি কেন্দ্রীয় প্যানেল পদের মধ্যে তিনটিতেই ব্যাপক জয়লাভ করেছে। যদিও ভোট গণনা চলাকালীন বেশিরভাগ সময়ই এবিভিপি প্রার্থীরা চারটি কেন্দ্রীয় প্যানেলের পদেই এগিয়ে ছিলেন। কিন্তু পরে শেষমেষ সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে হেরে যায় বিজেপি ছাত্র সংসদ এবিভিপি।

নির্বাচনে নজর কাড়ল ABVP

জানা গিয়েছে, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনে প্রেসিডেন্ট পদে জিতেছেন অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নীতিশ কুমার। ভাইস-প্রেসিডেন্ট পদে জিতেছেন ডেমোক্রাটিক স্টুডেন্টস ফেডারেশনের মনীষা এবং সাধারণ সম্পাদক পদে জিতেছেন মুনতেহা ফাতিমা। তবে এই নির্বাচনে এবিভিপি হেরে গিয়েও বাজিগর হয়েছে। কারণ তাদের হারের ব্যবধান খুবই সামান্য ছিল। যা ক্যাম্পাসে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

এক কথায় বামেরা ওই বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা দখল করে রাখলেও নজর কেড়েছে এবিভিপি। তবে এই নির্বাচনে এবিভিপি এক দশকের খরা কাটিয়ে অবশেষে জয়েন্ট সেক্রেটারি পদে জিতেছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি নিয়ে টানাটানি, আজই শুনানি হাইকোর্টে

নির্বাচন ফলাফল সূত্রে জানা গিয়েছে জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন ABVP-র বৈভব মিনা। জয়ের পরে উচ্ছ্বসিত গোটা গেরুয়া শিবির। বৈভবের দাবি, প্রায় এক দশক পরে তাদের জয় আগামীদিনের লড়াইকে আরও সাফল্য এনে দেবে। যেহেতু এই বছর জয়ের ব্যবধান অনেকটাই কম ছিল তাই তাঁদের বিশ্বাস আগামী নির্বাচনে তারা চারটি আসনেই জিতবেন। তবে নীতিশ কুমার এবং মুনতেহা ফাতিমা জানিয়েছেন, স্বপ্ন দেখছে এবিভিপি। আগামী দিনে তাঁরাই ক্ষমতায় থাকবেন। ছাত্রদের স্বার্থে এবং এবং অধিকার রক্ষার জন্য লড়াই আগের মতোই চলবে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥