মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে জিতছে কে? Exit Poll-এ চমকপ্রদ তথ্য

Published on:

exit polls prediction

প্রীতি পোদ্দার, কলকাতা: গতকালই মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন ছিল। দুই রাজ্যেই বুথের সামনে ভোটারদের লাইন চোখে পড়ার মতো ছিল। আর গতকালের নির্বাচন শেষ হতেই প্রকাশ্যে এসেছে বুথ ফেরত সমীক্ষার ফলাফল। সেই ফলে দেখা যাচ্ছে মহারাষ্ট্র দখলে রাখতে চলেছে বিজেপি-শিবসেনা মহাজুটি জোট। অন্যদিকে, কিছুটা পিছিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। ঝাড়খণ্ডে অবশ্য এবার ক্ষমতার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে বুথফেরত সমীক্ষায়। একনজরে দেখে নেওয়া যাক কী বলছে বুথ ফেরত সমীক্ষার ফলাফল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মহারাষ্ট্রে বুথ ফেরত সমীক্ষা

মারাঠা-ময়দানে ভোটের লড়াই যে দারুণ উত্তেজক হতে চলেছে তা প্রচারের সময় থেকেই বোঝা গিয়েছিল। আর সেই একই ছবির প্রতিফলন বুথ ফেরত সমীক্ষাতেও ধরা পড়ল। সমীক্ষা সূত্রে জানা যাচ্ছে, বিধানসভা নির্বাচনে বিজেপি জোট ১৫০ টি থেকে ১৬৭ টি আসন পাবে। অন্যদিকে কংগ্রেস-সহ বিরোধীরা পাবে ১০৭ টি থেকে ১২৫ টি আসন। অন্যান্যরা সেক্ষেত্রে পেতে পারে ১৩ থেকে ১৪ টি আসন। যদি এই সমীক্ষার রিপোর্ট চূড়ান্ত সমীক্ষার রিপোর্টার সঙ্গে মিল খায় তাহলে নির্দল এবং ছোট ছোট দলগুলিও এবার সরকার গঠনে বড় ভূমিকা নিতে পারে।

অন্যদিকে বুথ ফেরত সমীক্ষা নিয়ে চাণক্য স্ট্র্যাটেজিস জানিয়েছে, শাসক জোট বিজেপি ১২৫ থেকে ১৪০ টি আসন পেতে পারে। বিরোধীরা জিততে পারে ১৩০ থেকে ১৩৮ টি আসন। তবে মাথায় রাখতে হবে এটি সম্পূর্ণ একটি ধারণার ভিত্তিতে সমীক্ষা রিপোর্ট করা হয়েছে। চূড়ান্ত ফলাফল এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর আগে ২০১৯ -এর বিধানসভা ভোটের মহারাষ্ট্রে বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট আসল ফলাফলের সঙ্গে একদম মেলেনি। অধিকাংশ সংস্থা বলেছিল বিজেপি ও শিবসেনার জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে। জোটের আগে ওপিনিয়ন পোলেও তাই বলা হয়েছিল। কিন্তু বাস্তবে তা ঘটেনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ঝাড়খণ্ডে বুথ ফেরত সমীক্ষা

অন্যদিকে ঝাড়খণ্ডের রাজনৈতিক ময়দানেও একই অবস্থা লক্ষ করা গিয়েছে। টাইমস নাউ-জেভিসি সূত্রে জানা যাচ্ছে মোট ৮১ টি আসনের বিধানসভায় ৪০ থেকে ৪৪ টি আসন পাবে বিজেপি জোট। বিরোধীরা পাবে ৩০ থেকে ৪০ টি আসন। এবং অন্যান্যদের দখলে যেতে পারে ১টি আসন। অন্যদিকে এক্সিস মাই ইন্ডিয়া অবশ্য বলছে ঝাড়খণ্ডে জিতবে বিরোধীরা। তাদের হিসেব অনুযায়ী ২৫ টি আসন পাবে NDA। জেএমম-কংগ্রেস-সহ বিরোধীরা পাবে ৫৩ টি আসন। অন্যদের পক্ষে যাবে মাত্র ৩ টি আসন । অর্থাৎ সব মিলিয়ে বেশির ভাগ সমীক্ষাই বলছে দুই রাজ্য অর্থাৎ মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিজেপি বড় জয় পাচ্ছে। এমনকি সংখ্যাগরিষ্ঠ আসন থাকছে বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

মহারাষ্ট্রে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক রমেশ চেন্নিথালা বলছেন এই বুথ ফেরৎ সমীক্ষা নিয়ে জানান, “এই এক্সিট পোলের ফলাফল আর মিলবে না। আমরা আত্মবিশ্বাসী এই ফলাফল বদলাবেই। মহা বিকাশ আঘাড়ি সরকার গড়ার ব্যাপারে আশাবাদী। মানুষের ভরসা আমাদের সঙ্গে আছে। আমরা মানুষের ইস্যুতে কাজ করেছি। বিজেপি সবসময় দাঙ্গা, হিংসার রাজনীতি করেছে।” এদিকে আবার বিজেপি দুই রাজ্যেই সরকার গড়ার ব্যাপারে বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী জানিয়েছেন, “আমরা আশাবাদী যে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড দুই রাজ্যেই আমরা সরকার গড়ব। এমনকী উত্তরপ্রদেশের ৯ আসনের উপনির্বাচনেও ভালো ফল করব।” এবার শেষ পর্যন্ত কী হয় তা জানা যাবে ২৩ নভেম্বর, শনিবার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group