মহুয়া মৈত্রর সঙ্গে হয়ে গেল খেলা! প্রতারণার শিকার কৃষ্ণনগরের সাংসদ

Published on:

mahua moitra swiggy

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবস্থা এতটাই সুবিধা করে দিয়েছে যে দিনের যেকোনো সময়ে কোনো কিছু দরকার পড়লে ম্যাজিকের মত মাত্র এক ক্লিকেই অনলাইনে অর্ডারের মাধ্যমে তা চলে আসে তৎক্ষণাৎ। সেটা জামাকাপড় হোক কিংবা আইসক্রিম। কিন্তু এবার সেই আইসক্রিম নিয়েই অনলাইন ফুড ডেলিভারি সংস্থার সঙ্গে বড়সর গোল বাঁধল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra)।

এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন Join Now

অনলাইনে খাবার ডেলিভারি নিয়ে ক্ষোভ প্রকাশ মহুয়ার

সূত্রের খবর ‘Swiggy’ নামক এক অনলাইন ফুড ডেলিভারি সংস্থা থেকে ‘মাইনাস থার্টি মিনি স্টিকস আইসক্রিম’ অর্ডার করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কিন্ত তাঁর অভিযোগ, ওই সংস্থা থেকে দেওয়া আইসক্রিমটি ছিল নিম্নমানের ও খাওয়ার অযোগ্য। তাতেই তিনি মহা চটে যান। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে নিজের এক্স হ্যান্ডলে সেই ক্ষোভ প্রকাশ করেন।

সমাজমাধ্যমে কী পোস্ট করলেন?

জানা গিয়েছে এদিন সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডলে অনলাইনে আইসক্রিম কেনার তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি লেখেন, ‘আমি দামি মাইনাস থার্টি মিনি স্টিকস আইসক্রিম অর্ডার করেছিলাম। কিন্তু আমাকে নষ্ট এবং অখাদ্য আইসক্রিম পাঠানো হয়েছে। এটা মেনে নেওয়া যায় না তাই অবিলম্বে নতুন আইসক্রিম পাঠানো হোক বা টাকা ফেরত দেওয়া হোক।”

প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন Join Now

আরও পড়ুনঃ কবে কতটা বাড়বে DA ও বেতন? অষ্টম পে বেতন কমিশন লাগু নিয়ে নয়া আপডেট

আগেও ঘটেছে এমন ঘটনা

সমাজমধ্যমে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের এই পোস্ট দেখা মাত্রই ওই অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সেই পোস্টের রিপ্লাই দিয়ে জানায়, “আপনি আপনার অর্ডার নিয়ে সমস্যায় পড়েছেন জেনে আমরা দুঃখিত। দয়া করে অর্ডার নম্বরটি আমাদের জানান। আমরা বিষয়টি দেখছি।’’ এর পর মহুয়া তাঁর অর্ডারের নম্বর ওই সংস্থাকে জানিয়েছেন। তবে এই ঘটনা নতুন নয়, এর আগে অভিনেতা অঙ্কুশ হাজরা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও এই অনলাইন ফুড ডেলিভারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

আরও পড়ুনঃ প্রকৃতির মাঝে লুকোনো স্বর্গ! কম খরচে ঘুরে আসুন ঝাড়গ্রামের হিডেন জেম হাতিবাড়ি থেকে

তারকাদের পাশাপাশি নেটিজেনদের মধ্যেও ক্ষোভ দেখা গিয়েছিল। বেশকয়েক মাস আগের ঘটনা প্রমি শ্রীধর নামে এক নেটিজেন শেয়ার করেছিলেন যে, তিনি অনলাইনে চকলেট সিরাপ অর্ডার করেছিলেন কিন্তু তারমধ্যে পেয়েছিলেন মরা ইঁদুর। অনলাইনে খাবার অর্ডারের ক্ষেত্রে এমনই টুকিটাকি নানান গণ্ডোগোল, সমস্যার বহু অভিযোগ বহুবার উঠে আসতে দেখা গিয়েছিল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group