“না বেচলে খাব কী?” বন্যাত্রাণের ত্রিপল বিক্রি করে খাচ্ছেন মালদার তৃণমূল নেতা

Published on:

Malda TMC Leader

সৌভিক মুখার্জী, কলকাতা: বন্যার জলে ঘরে থৈ থৈ অবস্থা মালদা। কোনওক্রমে ছাদে আশ্রয় নিয়েছে মানুষজন। চারপাশে শুধু হাহাকার। খাবার-দাবার নেই, আশ্রয়ের জায়গা নেই। আর ঠিক সেই সময় মালদার ভূতনিতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। সম্প্রতি স্থানীয় তৃণমূল নেতার (Malda TMC Leader) এক ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে ক্ষোভে ফেটে পড়েছে মানুষজন। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি নির্লজ্জভাবে স্বীকার করছেন যে ত্রাণের জন্য আসা ত্রিপল বিক্রি করছেন। এমনকি তিনি বলছেন, “না বেচলে খাব কী?”

ভাইরাল তৃণমূল নেতার স্বীকারোক্তি

স্থানীয় রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, অভিযুক্ত ওই নেতার নাম পূরণ মহালদার। তাঁর স্ত্রী মুন্নি মহালদার হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পূরণবাবু একটি বাইকে বসে রয়েছেন। কয়েকজন তাঁকে প্রশ্ন করছে, ত্রাণের ত্রিপল কী তিনি বিক্রি করছেন? জবাবে তিনি বলছেন, “হ্যাঁ বিক্রি করছি।” কেন এমন কাজ করলেন জানতে চাওয়া হলে তিনি বলেন, “না বেচলে খাব কী?” এমনকি প্রতিটি ত্রিপল ৩০০ টাকা করে বিক্রি করছেন বলে জানিয়েছেন ওই তৃণমূল নেতা।

প্রসঙ্গত এই ঘটনা প্রথমবার নয়। গত বছর ভয়াবহ বন্যার সময় ভূতনির দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত তথা তৃণমূল কর্মী অজয় মণ্ডল মাঝি সরকারের কাছ থেকে ৩ লক্ষ ৩০ হাজার টাকা তুলেছিলেন নৌকা কেনার নামে। অথচ এলাকায় একটিও নৌকা পৌঁছয়নি। শুধু তাই নয়, বিজেপির অঞ্চল সাধারণ সম্পাদক দীপঙ্কর মন্ডলের বিরুদ্ধেও বন্যা ত্রাণের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল।

আরও পড়ুনঃ ১৭৫ কিমি গতি, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ন্যান্ডো! কোথায় পড়বে প্রভাব?

এই ঘটনার পর রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, এখন তৃণমূলের যারা দুর্নীতি করছে, তাঁরা প্রকাশ্যেই বলে দিচ্ছে যে বেশ করছি। কারণ কেউ কিছু করতে পারবে না তাঁদের। এমনকি তাঁদের টিকিটুকুও ধরতে পারছে না। তবে ইডি নেমেছে। এবার কিছু একটা বেরোবে। মানুষের হতাশা কমবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥