প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী রবিবার রামনবমী (Ram Navami 2025)। আর এই রামনবমীকে ঘিরে এখন সাজ-সাজ রব বিজেপি-সহ গোটা গেরুয়া শিবিরের মধ্যে। যেন মনে হচ্ছে দুর্গোৎসবের মত এটিও তাঁদের প্রধান উৎসব। আর সেই আবহে কলকাতার বিভিন্ন এলাকায় পড়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেন্দুর ছবি দেওয়া পোস্টার। চারিদিকে তাকালেই খালি রামনবমীর হোর্ডিং। তবে এবারও বেশ প্রস্তুত প্রশাসন। শান্তিপূর্ণভাবে যাতে উৎসব উদযাপন করা হয় রাজ্যে তাই নিয়ে চলছে নানা রকম প্রশাসনিক বৈঠক। আর এবার এই নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রামনবমী নিয়ে বিশেষ বার্তা মমতার
সূত্রের খবর, গতকাল অর্থাৎ বুধবার রামনবমী সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থা নিয়ে এক সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বৈঠকে বলেন, “রাজ্যে ইদ শান্তিপূর্ণভাবে মিটেছে। আগামী দিনে যে ধর্মীয় অনুষ্ঠানগুলি আসছে সেগুলিও যেন শান্তিপূর্ণভাবে মেটে। আমরা সকলেই চাই ইদের মতো রামনবমী, অন্নপূর্ণা পুজোও যেন শান্তিপূর্ণভাবে মিটুক।” প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করুন, কিন্তু ধর্মের নামে হিংসা বা গুজব ছড়াতে চাইলে সরকার তা বরদাস্ত করবে না। এমন ভাবেই রামনবমীকে সামনে রেখে আরও এক বার সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলের নামে অস্ত্র নিয়ে দাঙ্গা বাধানোর চেষ্টা যাতে না-হয়, সে বিষয়েও বুধবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে সতর্ক করে দেন তিনি। মমতা বুঝিয়ে দেন, রামনবমীর মিছিলে তাঁর কোনও আপত্তি নেই। তবে তা শান্তিপূর্ণ ভাবে হতে হবে এবং অস্ত্র রাখার ক্ষেত্রে পুলিশি বিধিনিষেধ মানতে হবে।
বিজেপির বিরুদ্ধে হুঁশিয়ারি
বিজেপির উদ্দেশেও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন যে, “গৈরিকীকরণ ও রক্তিমকরণকে মেলাবেন না। জুমলা পার্টিকে বলব বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো করুন ধর্ম মানেই কর্ম, মানবিক হোন, দানবিক হবেন না।” এছাড়াও তাঁর আরও সংযোজন, “মানুষের মধ্যে বিভাজনের জন্য, দাঙ্গা লাগানোর জন্য ওঁরা নতুন ধর্মের আমদানি করেছে। এই ধর্ম রামকৃষ্ণের নয়, স্বামী বিবেকানন্দের নয়, এই ধর্ম তপোবনের নয়, বেদ বেদান্তের নয়। দয়া করে দাঙ্গা করে অশান্তি পাকানোর চেষ্টা করবেন না। এটা ওদের গেমপ্ল্যান। রামনবমী প্রসঙ্গে মন্তব্যের সময়ে বিজেপির সঙ্গে আঁতাঁতের অভিযোগে বামেদের একাংশকেও দুষলেন মমতা।
আরও পড়ুনঃ ফেরত দিতে হবে বেতন, হাইকোর্টের রায় বহাল রেখে ২৬ হাজার চাকরি বাতিল সুপ্রিম কোর্টের
প্রসঙ্গত, গত কয়েক বছরে রাজ্য রামনবমী উৎসব নিয়ে হিংসার ঝড় উঠে আসছে রাজ্য জুড়ে। পরিস্থিতি এমনও হয়েছিল যে রামনবমীর মিছিল ঘিরে বিতর্কের জল আদালত পর্যন্তও গড়িয়েছিল। তাই সেই পরিস্থিতি যাতে এবার না হয় তার জন্য কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। এদিকে আবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে, রাজ্যে রামনবমীকে কেন্দ্র করে হিন্দুত্ববাদ এর ঢেউ আনতে চাইছে গেরুয়া শিবির। তাই সেই লক্ষ্যে রাজ্যজুড়ে সুপরিকল্পিত প্রচার শুরু হয়েছে। গেরুয়া শিবিরের বিভিন্ন শাখা সংগঠন এবং ধর্মীয় সংগঠনের নামে এই ব্যানার কোটি কোটি টাকা খরচ করে পোস্টার, ব্যানারে ছয়লাপ রাজ্যের বিভিন্ন প্রান্তে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |