‘মতুয়ারা হিন্দু নয়, হিন্দু কোনও ধর্ম নয়!’ SIR নিয়ে বিজেপিকে বিঁধে বিস্ফোরক মমতা বালা ঠাকুর

Published on:

Mamata Bala Thakur On SIR In Bengal Big Statement

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জোর করে ভারতে SIR করা হলে নেপালের মতো পরিস্থিতি তৈরি হতে বেশি সময় লাগবে না! হুগলির চুঁচুড়া রবীন্দ্রনগর কালিতলার প্রতিবাদ সভা থেকে এমনই হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাজ্য সভায় তৃণমূল সাংসদ সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর (Mamata Bala Thakur On SIR)।

মমতার বক্তব্য খুব স্পষ্ট। তাঁর কথায়, আইন বদলে শর্তহীন নাগরিকত্ব দিতে হবে। নেপালে যেটা হয়েছে সে বিষয়ে সকলেই অবগত। একেবারে হুঁশিয়ারি দিয়েই মমতা বালা ঠাকুর বললেন, ভবিষ্যতে ভারতেও একই ঘটনা ঘটবে। মোদি, অমিত শাহরা সেটা যেন মাথায় রাখেন।

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বড় বার্তা মমতার

হুগলির SIR ও CAA এর প্রতিবাদ সভা থেকে একেবারে হুঙ্কার ছেড়ে সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর বলেন, দিনের পর দিন নতুন নতুন আইন চালু করে মতুয়া সম্প্রদায়ের মানুষকে গোলামে পরিণত করতে চাইছে কেন্দ্র সরকার। যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মতুয়া সম্প্রদায়ের লোকেরাই। এরপরই মমতা বলেন, মতুয়াদের আদর্শ বিজেপির সাথে মেলে না। নিজেদের মতো করে আইনের মাধ্যম ধ্বংস করছে বিজেপি।

মমতা বালা ঠাকুর আরও বলেন, CAA-তে ৪-৫ টা ধর্মের উল্লেখ আছে, কিন্তু মতুয়া ধর্মের কোনও উল্লেখ নেই। তাহলে মতুরায়া কোন পর্যায়ে পড়বে? এটা মতুয়ারা বুঝেছে বলেই CAA-তে আবেদন করেনি মতুয়ারা। মমতা বালা বলেন, ‘এই কারণে CAA ঘুরিয়ে এখন SIR করছে, এর সাথে দিচ্ছে হিন্দু কার্ড। মতুয়ারা হিন্দু নয়, হিন্দু কোনও ধর্ম নয়। মোহন ভাগবত নিজেই বলেছেন হিন্দু কোনও ধর্ম নয়। সেখানে হিন্দু কার্ড কি করে দেয়?’

তৃণমূল সাংসদের কথায়, সকলকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। যত যা আইন চালু করা হয়েছে তা পরিবর্তন করতে হবে। সরাসরি নেপালের পরিস্থিতি স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে মমতা বলেন, SIR নিয়ে গাজোয়ারির বিরোধিতা করি আমরা। সবরকম ভাবে চেষ্টা করব বাধা দেওয়ার। এতে যদি একজনেরও নাগরিকত্ব বাতিল হয়, আমরা তাঁর পাশে থাকব। বিভিন্ন বিধানসভায় প্রতিবাদ চলছে।

অবশ্যই পড়ুন: নাম বদলে নতুন রূপে জইশ ই মহম্মদ! নিষেধাজ্ঞার জেরে সিদ্ধান্ত জঙ্গি সংগঠনের

দিল্লি যাওয়ারও হুঁশিয়ারি দিলেন মমতা

প্রতিবাদ সভা থেকে SIR ও CAA এর বিরোধিতায় সরব হয়ে সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর সাফ জানিয়েছিলেন, 19 অক্টোবর বড়মার জন্মোৎসব রাত বারোটার পর ঘোষণা করব, আমরা কলকাতার বুকে বৃহত্তম আন্দোলনে নামব। প্রয়োজন পড়লে আমরা দিল্লি যাব। এদিন মমতার অভিযোগ ছিল, শান্তনু ঠাকুরকে সামনে রেখে দিনের পর দিন ধরে অন্যায় করে চলেছে বিজেপি। রাজ্যে ধ্বংসলীলা চালাচ্ছে তারা। মতুয়া সম্প্রদায়ের মানুষরাই এর জবাব দেবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥