প্রীতি পোদ্দার, কলকাতা: বীরভূমে প্রায় দু’মাস ধরে কোর কমিটির বৈঠক না-হওয়া নিয়ে এক চাপা দ্বন্দ্ব তৈরি হয়েছিল শাসকদলে। রীতিমত অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ সমর্থকদের মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরি হয়েছিল। সেই আবহে গত শুক্রবার অনুব্রতকে জেলা সভাপতি পদ থেকে সরিয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব এবং দায়িত্ব দেওয়া হয় কোর কমিটিকে। কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ফোনের এক নির্দেশেই সমস্ত কিছু মুহূর্তের মধ্যেই পরিবর্তন হয়ে গেল।
বৈঠক চলাকালীন হঠাৎ ফোন মমতার!
এর পরেই রবিবার বেলায় কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে অংশ নেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ এবং দলীয় নেতা সুদীপ্ত ঘোষ। তবে উপস্থিত ছিলেন না চন্দ্রনাথ সিনহা এবং সাংসদ শতাব্দী রায়। জানা গিয়েছে, দু’জনের বাইরে থাকার জন্যই এই অনুপস্থিতি। নির্ধারিত সময়েই শুরু হয় বৈঠক। কিন্তু ওই বৈঠক চলাকালীন হঠাৎই তাঁকে ফোন করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই নিয়ে শুরু হয় একের পর এক জল্পনা।
কর্মসূচিগুলোতে অনুমতি মমতার
বিশেষ সূত্রে জানা যায় জেলা সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডল ওই পদে থাকাকালীন বীরভূমের তিনটি মহকুমায় মিছিলের ডাক দিয়েছিলেন। সেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল বৈঠকে। কিন্তু এদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হঠাৎ করে ফোন করে সেই সকল কর্মসূচিগুলি বিষয়ে জানতে চান। আর তখনই অনুব্রতের পূর্বনির্ধারিত কর্মসূচিগুলির অনুমতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশিই তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এর পর থেকে জেলায় যদি কোনও মিটিং-মিছিল করার থাকে তাহলে, তা ডাকবেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। যে কিনা জেলা চেয়ারপার্সনের দায়িত্ব পেয়েছেন।
কী বললেন ডেপুটি স্পিকার?
এরপর এই নিয়ে দীর্ঘক্ষণ বৈঠকের পর বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় মিডিয়ার সামনে জানান, ‘‘অনুব্রত মণ্ডল আগেই ঘোষণা করেছিলেন যে, আগামী ২৪, ২৫ এবং ২৬ মে রামপুরহাট, বোলপুর এবং সিউড়িতে বড় মিছিল হবে। তা নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। তবে আজ, রবিবার কোর কমিটির বৈঠকে অনুব্রত মণ্ডলের সেই ঘোষিত কর্মসূচিগুলিতে মান্যতা দেওয়া হয়েছে।’’ এছাড়াও আশিস আরও জানান, এ বার থেকে প্রতি মাসে দু’বার করে কোর কমিটির বৈঠক হবে। এর পরের বৈঠক হবে আগামী ১৪ জুন সিউড়িতে। পরেরটি হবে ২৮ জুন, বোলপুরে।
আরও পড়ুন: আন্দোলনই কাল হল চিকিৎসকদের? স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েও পদে যোগ দিতে পারছেনা ৮৭১ জন
এছাড়াও এদিন দলের অন্দরে কোন্দল নিয়েও সরাসরি মুখ খোলেন আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “ দলের আর কোনও বিভাজন নেই। বৈঠকে সম্মিলিত ভাবে যে সিদ্ধান্ত হবে, সেইমতোই জেলায় দল চলবে। সমাজমাধ্যমে কারও কোনও অনুগামী যদি বিভাজনমূলক কিছু পোস্ট করেন, সে ক্ষেত্রে আইনি পদক্ষেপ করা হবে দলগত ভাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো কোর কমিটিই দল পরিচালনা করবে। আমাদের নেত্রী যা নির্দেশ দিয়েছেন, তার বাইরে কিছুই হবে না।”
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |