প্রীতি পোদ্দার, কলকাতা: বিরোধীদের হাজারো সমালোচনার মাঝে অবশেষে লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়েছে বহু বিতর্কিত ওয়াকফ বিল (Waqf Amendment Bill)। এদিকে সংসদে পাশ হওয়ার পর ইতিমধ্যেই দেশ জুড়ে কার্যকর হয়েছে ওয়াকফ সংশোধনী আইন। কিন্তু এই বিল চালু হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ-বিক্ষোভের তাণ্ডব। তার জ্বলজ্যান্ত প্রমাণ হল মুর্শিদাবাদের জঙ্গিপুর। সেখানকার প্রতিবাদ বিক্ষোভ এতটাই ভয়ংকর আকার নিয়েছে যে শেষ পর্যন্ত ওখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই আবহে এবার সেই ওয়াকফ আইন নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওয়াকফ আইন নিয়ে বৈঠক মমতার
কেন্দ্রীয় সরকারের এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে প্রথম থেকেই নেতিবাচক সংকেত দিয়ে এসেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কিন্তু এত বিরোধিতা করা সত্ত্বেও কেন্দ্রের এই বিল পাশ করানো বন্ধ করা গেল না। এদিকে এই বিল নিয়ে দিকে দিকে যেন অশান্তি চরম আকার নিতে শুরু করেছে। তাই এবার সেই অশান্তি এবং সমস্যার আগুনকে আরও লেলিহান করে তুলতে ওয়াকফ সংশোধনী বিল ইস্যুতে এবার আরও বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, আগামী ১৬ এপ্রিল ওয়াকফ আইন নিয়ে ইমামদের সঙ্গে আলোচনায় বসার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখানে নতুন ওয়াকফ আইন নিয়ে তাঁদের আপত্তির দিকগুলি শুনবেন মমতা।
কী বললেন মন্ত্রী ফিরহাদ হাকিম?
জানা গিয়েছে আজ, শুক্রবার শাসকদলের তরফে এক সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের প্রথম সারির নেতা ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমকে এই বৈঠকের কর্মসূচি সম্পর্কে জানান। এবং তিনি এও বলেন যে এই বৈঠকে তিনি নিজেও উপস্থিত থাকবেন। এদিন ফিরহাদ হাকিম জানান যে, “ওয়াকফের নাম করে বাংলায় যে অরাজকতা তৈরির চেষ্টা করা হচ্ছে তা আমরা হতে দেব না। আমরা ভাগ্যবান যে মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা সর্ব ধর্মের তীর্থস্থান। এখানে কোন বিশৃঙ্খলার জায়গা নেই।”
আরও পড়ুনঃ পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতন প্রৌঢ়ের, ধামাচাপার চেষ্টা তৃণমূল নেতার, উত্তাল লালগোলা
এছাড়াও এদিন বৈঠকে ফিরহাদ হাকিম আরও বলেন যে, “বিজেপির এখন পায়ের তলায় মাটি নেই। ধর্মীয় বিভাজন করে বাংলা দখলের চেষ্টা করছে। আগের বার যেমন দুশো পারের স্বপ্ন পগারপাড় হয়ে গিয়েছিল। এবার ওদের শেষ আশা হল ধর্ম, হিন্দু মুসলমান করা। কিন্তু বাংলা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের স্থান। এখানে সর্বধর্ম সমন্বয়; যত মত তত মত। এখানে এসব বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।” উল্লেখ্য, ইতিমধ্যেই ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |