‘আগুন নিয়ে খেলবেন না!’ বাংলায় SIR নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

Published:

Mamata Banerjee
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলায় শুরু হয়ে গিয়েছে এসআইআর বা ভোটার নিবিড় সংশোধনের প্রস্তুতি। আর এবার তা নিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে তিনি হুঁশিয়ারি দেন, আগুন নিয়ে মোটেও খেলা করার চেষ্টা করবেন না।

তাঁর অভিযোগ, বর্তমানে রাজ্যে বন্যা ও দুর্যোগের মধ্য দিয়ে এগোচ্ছে। আর এই পরিস্থিতিতে এরকম সংবেদনশীল প্রক্রিয়া শুরু করা মানেই মানুষের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা। এখন বহু মানুষের ঘরবাড়ি ভেসে গিয়েছে, সব জলের তলায়। ডকুমেন্ট পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে। কেউ কেউ উৎসবের ছুটিতে বাড়ির বাইরে। তারা এখন কীভাবে কাগজ বার করবে?

ক্ষোভে ফাটলেন মুখ্যমন্ত্রী

সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, রাজ্যের দুই নাগরিক সম্প্রতি এনআরসি নোটিশ পেয়েছেন। তিনি বলেছেন, এসআইআর-এর নামে কেন এনআরসি নোটিশ পাঠানো হল? কোন অধিকারে বাংলার মানুষকে অসম সরকার এই নোটিশ পাঠাচ্ছে? এমনকি মুখ্যমন্ত্রী এও বলেন, সামনে এসআইআর, আর পিছনে কী চলছে? এনআরসি গায়ের জোরে করবেন? কোনওদিনও পারবেন না। এটা ভোট কাড়ার ষড়যন্ত্র। কেন্দ্রীয় সংস্থাগুলি ইচ্ছা করেই এইসব করছে।

আগুন নিয়ে খেলার চেষ্টা করবেন না!

রাজ্য প্রশাসনকে সতর্ক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, তাড়াহুড়োয় কাজ করতে গিয়ে যদি কারও নাম ভুল করে বাদ পড়ে যায়, তাহলে বলব আগুন নিয়ে মোটেও খেলবেন না। এটা বাংলার মানুষ কোনওদিন মেনে নেবে না। তিনি বলেছেন, বাংলা বর্তমানে দুর্যোগ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। মানুষজন নিজের বাড়ি ছাড়া, কাগজপত্র সব হারিয়ে ফেলেছে। আর এরকম অবস্থাতে কোনওভাবেই নাগরিকত্ব যাচাই করা সম্ভব না।

আরও পড়ুনঃ 200MP ক্যামেরা, iPhone 17 এর মতো গেরুয়া রঙের S26 Ultra আনছে Samsung

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। শান্তনু ঠাকুর সম্প্রতি দাবি করেছিলেন, প্রায় দেড় কোটি রোহিঙ্গার নাম বাংলার ভোটার তালিকা থেকে বাদ পড়বে। আর এই প্রসঙ্গে মমতা প্রশ্ন তোলেন, এসআইআর-এর কাজ শুরু হওয়ার আগে উনি কীভাবে এরকম কথা বলতে পারলেন? সবকিছুর পিছনে কি মীরজাফরের নির্দেশ রয়েছে? এমনকি তিনি সরাসরি অমিত শাহকে মীরজাফর আখ্যা দিয়ে বলেন, আপনারা বাংলার প্রাপ্য দেন না, তবে ভোট এলেই পয়সা বেরিয়ে যায়। বাংলার মানুষ এতে দমবে না। প্রতিটি সম্প্রদায়ের মানুষই লড়াই করতে জানে। মানুষ নিজের অধিকার নিজে বুঝে নেবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join