বাংলাদেশ বিবাদের মধ্যেই BSF-কে বড় উপহার নবান্নর

Published on:

nabanna

প্রীতি পোদ্দার, কলকাতা: এখনও বিবাদের রেশ কাটেনি বাংলাদেশে। কয়েকটি এলাকা জুড়ে এখনও সংখ্যালঘু হিন্দুদের ওপর নানা অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ। এদিকে সেই অত্যাচারের প্রভাব পড়ছে ভারত বাংলাদেশ সীমান্তে। বিগত বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে সীমান্ত টপকিয়ে একাধিক অনুপ্রবেশকারীদের আগমন ঘটছে ভারতে। যার মধ্যে রোহিঙ্গারা অন্যতম। এই নিয়ে একাধিক খবর উঠে আসছে শিরোনামে। কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে BSF। তবে সেক্ষেত্রে এবার এই অনুপ্রবেশের মূল কারণ হিসেবে বারবার একাধিক অভিযোগ উঠে আসছে তৃণমূল সরকারের বিরুদ্ধে।

আমাদের সাথে যুক্ত হন Join Now

সরকারের বিরুদ্ধে কড়া অভিযোগ শুভেন্দুর

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে বারবার রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠে এসেছে। আর এই অভিযোগে বারবার মুখ খুলেছে গেরুয়া শিবির। কদিন আগে লালবাগের এক সভা থেকেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রোহিঙ্গা–মুসলমান ঢুকিয়ে এক কোটি ভোট বাড়িয়েছেন। তাই সেই কারণে BSF কে জমি দেওয়া হচ্ছে না কাঁটাতারের বেড়া করার জন্য। তার উপর নতুন বছর শুরুর মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে একটি খোলা চিঠি লিখেছিলেন শুভেন্দু অধিকারী।

বাদ যাননি স্বরাষ্ট্রমন্ত্রী

জানা গিয়েছে সেই খোলা চিঠিতে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে, ১৮টি ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে BSF-কে কোনও জমি হস্তান্তর করা হয়নি। আর ১৭টি সীমান্ত ফাঁড়ি তৈরি করার জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া মুলতুবি হয়ে রয়েছে। সেই কারণেই একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ পাঠানো বন্ধ হয়ে গিয়েছে।

Whatsapp Broadcast Join Now

এমনকি একই অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিও জানিয়েছিলেন যে যেখানে শুধু পশ্চিমবঙ্গেই রয়েছে ২২০০ কিলোমিটার সীমান্ত পথ বাংলা–বাংলাদেশের মধ্যে। সেখানে ৫৯৬ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নেই। আর এই অভিযোগের পরই এবার কড়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

বড় পদক্ষেপ রাজ্য সরকারের

Whatsapp Group Join Now

সূত্রের খবর, গতকাল অর্থাৎ সোমবার, নবান্নে ছিল এক মন্ত্রিসভার বৈঠক। আর সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন যে ‘চেক পোস্টের’ জন্য নদিয়ার করিমপুরে ০.৯ একর জমি BSF–কে দেওয়া হবে। সেক্ষেত্রে তাই রাজনৈতিক বিশ্লেষকদের মতামত বিরোধীদের নানা অনুযোগ, অভিযোগের মধ্যেই এবং একপ্রকার চাপের মধ্যেই গতকালের মন্ত্রীসভার বৈঠকে BSF কে জমি দিচ্ছে শাসকদল।

সঙ্গে থাকুন ➥
X