সৌভিক মুখার্জী, কলকাতা: আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় বিড়লা গোষ্ঠীর নতুন একটি রং-এর কারখানা উদ্বোধন হওয়ার কথা ছিল। এমনকি মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নিজে উপস্থিত থেকে সেই কারখানার উদ্বোধন করবেন বলে জানা গেছিল। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি নিজেই এ কথা জানিয়েছিলেন। তবে কয়েক ঘন্টার মধ্যে বিড়লা গোষ্ঠীর তরফ থেকে জানানো হয় যে, কর্মসূচি আপাতত বাতিল করা হচ্ছে। কারণ হিসেবে জানানো হয়েছিল, তাদের এক শিল্পকর্তা অসুস্থ। তাই এই অনুষ্ঠান পরে অন্য দিন হবে।
বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
প্রসঙ্গত, উত্তরবঙ্গে দুর্যোগ পরিস্থিতিতে নাজেহাল অবস্থা। আর গতকাল তা খতিয়ে দেখতে গিয়েছিলেন তিনি। আজ অর্থাৎ বুধবার দুপুরে আবারও কলকাতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরের নেমেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি জানান, ঘোষণার ৮ ঘণ্টার মধ্যে বাতিলের খবর পেয়েছেন তিনি। যদিও সরকারিভাবে তিনি কাউকে দোষারোপ করেননি। তবে তিনি বলেছেন, এর নেপথ্যে কোনও ‘হাই লোডেড ভাইরাস’ রয়েছে, যারা সক্রিয়ভাবেই হুমকি দিচ্ছে।
তবে তাঁর এই মন্তব্যকে ঘিরেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী যদিও কোনও ব্যক্তিকে নিশানা করে বা দলের নাম নেননি। তবে বিশ্লেষকদের একাংশ মনে করছে, এই ‘হাই লোডেড ভাইরাস’ মন্তব্য তিনি সরাসরি বিজেপির উদ্দেশ্য করে করেছেন।
প্রসঙ্গত, এই উদ্বোধন বাতিলের বিষয়ে তৃণমূল নেতৃত্ব বা পুলিশ প্রশাসন শুরুতে কিছু জানত না। সকাল পর্যন্ত সবকিছু পরিকল্পনা মতোই এগোচ্ছিল। তবে পরে দুপুরবেলা মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যে, অনুষ্ঠান বাতিল হয়েছে। ধারণা করা হচ্ছিল, খড়গপুর শিল্প তালুকের বিড়লা গোষ্ঠীতে নতুন রংয়ের কারখানা পশ্চিম মেদিনীপুরে আবারও নতুন করে কর্মসংস্থানের সুযোগ করবে। ফলে অনুষ্ঠানের হঠাৎ বাতিল হয়ে যাওয়া শিল্পমলেও চাঞ্চল্য ছড়িয়েছে। আর অনেকে মনে করছে, রাজনৈতিক চাপের কারণেই হয়তো এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ওই শিল্পগোষ্ঠী।
আরও পড়ুনঃ মাত্র ৭৯৯ টাকায় দেশের সবথেকে সস্তার সুরক্ষিত ফোন লঞ্চ করল Jio! বুক করুন ১০০ টাকা দিয়ে
এসআইআর নিয়ে নিশানা মমতার
এদিকে আজ নির্বাচন কমিশনের বাংলা সফর নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, উৎসবের মরসুমে একদিকে বাংলায় প্রবল দুর্যোগ, ঝড়-বৃষ্টি, আর এই অবস্থায় ১৫ দিনের মধ্যে কীভাবে এসআইআর সম্ভব, তা আমি বলতে পারছি না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একহাত নিয়ে মমতা বলেছেন, এই সমস্ত কিছুই অমিত শাহর খেল। অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হিসেবে তিনি কাজ করছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীকেও সতর্ক করে তিনি বলেছেন, উনি নীরব মীরজাফর।