‘ওনার দীর্ঘায়ু কামনা করি।’ রাষ্ট্রপতির হেলিকপ্টার কাণ্ডে পোস্ট মমতার

Published:

Mamata Banerjee
Follow

প্রীতি পোদ্দার, পাটনা: কেরল সফরে গিয়ে বড় বিপত্তি! বিপদের হাত থেকে বড় রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! জানা গিয়েছে অবতরণের সময় রাষ্ট্রপতি মুর্মুর হেলিকপ্টারের ভারে নতুন হেলিপ্যাডের একাংশ ভেঙে যায়। সেখানেই আটকে পড়ে হেলিকপ্টারটি। তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী ও দমকল কর্মীরা। যদিও এই ঘটনায় সৌভাগ্যবশত কোনো চোট লাগেনি রাষ্ট্রপতির। এমতাবস্থায় রাষ্ট্রপতির হেলিকপ্টার বিভ্রাট নিয়ে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতির কপ্টার

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে চারদিনের কেরল সফরে বেরিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ শবরীমালা মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু যাত্রাপথের মাঝেই, সকালে দুর্ঘটনার কবলে পড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। দুর্ঘটনাটি ঘটেছে রাজীব গান্ধী ইন্দোর স্টেডিয়ামে।অবতরণের সময়েই হেলিকপ্টারের ধাক্কায় নতুন হেলিপ্যাডের একাংশ ভেঙে যায়। আটকে পড়ে হেলিকপ্টারটিও। দীর্ঘক্ষণের চেষ্টায় দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় হেলিকপ্টারটি। এরপর কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুকে হেলিকপ্টার থেকে বের করে আনা হয়। ইতিমধ্যেই ভাইরাল হয়ে সেই ভিডিও।

সুস্থ আছেন রাষ্ট্রপতি

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রথমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার অবতরণের কথা ছিল পাম্বার কাছে নিলাক্কালে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে প্রামাদম স্টেডিয়ামে হেলিকপ্টার অবতরণ করে। মঙ্গলবার বিকেলে ওই হেলিপ্যাড গ্রাউন্ড তৈরি হয়। ঠিক মতো তৈরি না হওয়ার কারণেই হেলিকপ্টার অবতরণের পর জায়গাটা ধসে পড়ে। তবে রাষ্ট্রপতির কোন ক্ষতি হয়নি। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টারটি ঠেলে সরিয়ে নিয়ে যাচ্ছেন পুলিশ বাহিনী। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, সড়ক পথেই তিনি শবরীমালা মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছেন।

আরও পড়ুন: বাজির তাণ্ডবে আতঙ্কিত হয়ে মেট্রোয় উঠেছিল পথকুকুর! বিবৃতি প্রকাশ কর্তৃপক্ষের

রাষ্ট্রপতিকে নিয়ে পোস্ট মমতার

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে হেলিকপ্টার দুর্ঘটনার সংক্রান্ত একটি পোস্ট করেছেন, সেখানে লিখেছেন যে, “ ঈশ্বরকে অনেক ধন্যবাদ। কেরল সফরে আজ সকালে বড় দুর্ঘটনা থেকে বেঁচেছেন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওনার দীর্ঘায়ু কামনা করি।” জানা গিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শবরীমালা দর্শনের পর, আজ সন্ধ্যায় তিরুবনন্তপুরমে ফিরে আসবেন। আগামীকাল, তিনি রাজভবনে প্রাক্তন রাষ্ট্রপতি কে আর নারায়ণনের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করবেন। এবং কোট্টায়াম জেলার পালায় সেন্ট থমাস কলেজের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join