সৌভিক মুখার্জী, কলকাতা: টানা দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ইতিমধ্যেই দু’দুবার সফর সেরে ফেলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নাগরাকাটা থেকেই মৃতদের পরিবারেরর একজন করে সদস্যর হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন তিনি। এমনকি মৃতদের পরিবারকে আর্থিক সহায়তাও করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী
গতকাল অর্থাৎ রবিবার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আর আজ নাগরাকাটা থেকেই মৃতদের পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। তিনি বলেন, দুর্যোগে যাদের যা ডকুমেন্ট নষ্ট হয়েছে, তার ডুপ্লিকেট তৈরি করে দেবে রাজ্য সরকার। এমনকি তার জন্য ক্যাম্প চালু করার নির্দেশও দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন, দুর্যোগে যাদের ঘরবাড়ি ভেঙেছে, রাজ্য সরকার দ্রুত তাদের ঘর তৈরি করে দেবে। আর প্রাণ সামগ্রী বিলির সময়ও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মৃতদের পরিবারের হাতে নিয়োগপত্র
গতকাল মমতা উত্তরবঙ্গে গিয়ে হাসিমারা পরিদর্শন করেন। এমনকি সেখানকার গেস্টহাউস ঘুরে ঘুরে দেখেছিলেন। এরপর আজ অর্থাৎ সোমবার নাগরাকাটায় বিপর্যস্ত পরিবারের একজন করে সদস্যদের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন। সঙ্গে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী নিজের হাতেই এই ত্রাণ সামগ্রী বিলি করেছেন।
এদিকে ভুটানের ভূমিকা নিয়েও আজ সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “আমি বলেছিলাম ইন্দো-ভুটান রিভার কমিশন হোক। ভুটানের জলের জন্যই এই পরিস্থিতি। ওদেরও ক্ষতিপূরণ দেওয়া উচিত।”
আরও পড়ুনঃ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের প্রাচীন বিল্ডিং!
এদিকে বিপর্যয়ের পরদিনই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন। আর সেখান থেকে পরিস্থিতি খতিয়ে দেখে বুধবার আবারও কলকাতায় ফিরেছিলেন তিনি। তিনদিন পর ফের উত্তরবঙ্গে গিয়ে তিনি আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গার পরিস্থিতি ঘুরে ঘুরে দেখেন। তারপর সোমবার নাগরাকাটার উদ্দেশ্যে রওনা দেন। প্রথমেই বামনডাঙ্গায় যান। আর সেখান থেকেই সাতজনের হাতে এই চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন তিনি। পাশাপাশি দুর্গত এলাকাবাসীদের যা ক্ষতিগ্রস্ত হয়েছে, সব রাজ্য সরকার পূরণ করবে বলে আশ্বাস দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।