কোনও ব্যবসাই ছোটো নয়, চা-চপের দোকান থেকেও তিনতলা বাড়ি বানানো যায়! বললেন মুখ্যমন্ত্রী

Published on:

Mamata Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: চায়ের দোকান, চাপের দোকান কোনোদিন ফাঁকা দেখেছেন? চপের দোকান থেকেও তিনতলা বাড়ি বানানো যায়! হ্যাঁ এমনই মন্তব্য করে বসলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। ফের তিনি বুঝিয়ে দিলেন, ছোট ব্যবসা কখনো ছোট হয় না। বরং পরিশ্রম থাকলে আর সামান্য পুঁজি থাকলে চা আর চপের দোকানও একজন মানুষকে তিনতলা বাড়ির মালিক বানিয়ে দিতে পারে।

গতকাল উত্তরবঙ্গের শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজিত উত্তরবঙ্গ বাণিজ্য বৈঠকে যোগ দিয়ে তিনি এইসব বলেন। তিনি দাবি করেন, ঘরে ঘুগনি বানিয়েও সংসার চলে। তিনতলা বাড়ি হয় চপ বিক্রি করেই। আর আমি নিজে দেখে এসেছি। 

ছোট ব্যবসা থেকেই হওয়া যায় ধনকুবের

মমতা ব্যানার্জি বহুদিন ধরেই ক্ষুদ্র এবং কুটির শিল্পের প্রতি জোর দিতেন। কচুরিপানা, কাশফুল নির্ভর শিল্পের কথা তিনি আগেও শুনিয়েছেন। এমনকি এসব নিয়ে বিরোধীদের কটাক্ষও তাঁকে শুনতে হয়েছে। তবে আজকের মঞ্চে দাঁড়িয়ে তিনি জোর গলায় বলেন, ছোট দোকান করতে বললে কেউ কেউ গালি দেয়। তবে আমি এমন অনেক দোকান দেখেছি, যেখান থেকে তারা তিনতলা বাড়ি তৈরি করেছে।

তিনি এক উদাহরণ টেনে বলেন, উজ্জ্বলা সিনেমার শুটিংয়ের সময় এক দোকান ছিল, যার নাম আপনজন। আর ওই চপের দোকান থেকে কত টাকা রোজগার হয়েছে কোনও আইডিয়া আছে? আপনারা ভাবতেও পারবেন না।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

বেকারত্ব বাদ দিয়ে স্বনির্ভরতাই হোক লক্ষ্য

রাজ্যের যুব সমাজকে মমতা ব্যানার্জি স্পষ্ট বার্তা দেন, চাকরির জন্য বসে না থেকে নিজে কিছু কাজ করুন। তার বক্তব্য, ছোট খরচে ছোট জায়গায় নিজে ব্যবসা শুরু করলেও হবে। ছোট শিল্প অনেককেই কাজ দেয়। তিনি আরও বলেন, আমি কখনো চায়ের দোকান বা মোমোর দোকান ফাঁকা হতে দেখিনি। তাহলে একবার ভাবুন তো, এর মধ্যে কত বড় সুযোগ লুকিয়ে থাকে।

আরও পড়ুনঃ বিবাহিত হলেই মাসে মিলবে ১০ হাজার টাকা পেনশন! দারুণ স্কিম সরকারের

এদিকে তিন দিনের উত্তরবঙ্গ সফরের শুরুতে বাগডোগরা হয়ে গতকাল শিলিগুড়ি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপরেই তিনি দীনবন্ধু মঞ্চে আয়োজিত এই বাণিজ্য বৈঠকে যোগদান করেন। সেখানে তিনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ছোট ব্যবসায়ী, স্টার্টআপ, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের সঙ্গে তাদের প্রস্তাব এবং সমস্যার কথা ভাগ করে নেন। আর সেখানেই তিনি এইসব দাবি করে বসেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥