সৌভিক মুখার্জী, কলকাতা: দেশজুড়ে আগামীকাল থেকে চালু হতে চলেছে নতুন হারে জিএসটি। তবে আজ প্রধানমন্ত্রীর বক্তব্যের পাল্টা সুরে সুর গাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার সন্ধ্যাবেলা দক্ষিণ কলকাতা যোধপুর পার্ক ৯৫ পল্লীর দূর্গাপুজোর উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। আর সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী।
মোদীর ভাষণের পাল্টা মমতা
প্রসঙ্গত, আজ অর্থাৎ রবিবার নবরাত্রির প্রাক্কালে দেশবাসীর উদ্দেশ্যে জিএসটি ২.০ নিয়ে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলছেন, এই নতুন কর কাঠামো সাধারণ মানুষের অর্থ সাশ্রয় করবে এবং নতুন অর্থনৈতিক সংস্কারের সূচনা করবে। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, জিএসটি নিয়ে কেউ কেউ ভাষণ দিচ্ছে। কিন্তু ইনস্যুরেন্সের জিএসটি কমানোর দাবি প্রথম তুলেছিলাম। আর সেই কারণেই রাজ্যের ৯০০ কোটি টাকা লোকসান হচ্ছে। অথচ ক্রেডিট নিচ্ছে অন্য কেউ।
মমতা আজ দাবি করেছে, মেডিক্লেম ও একাধিক পরিষেবায় জিএসটি কমানোর কারণে মানুষের উপকার হলেও সেই খরচ কেন্দ্রের নয়, বহন করছে রাজ্য সরকারই। তিনি বলেছেন, এই টাকাটা কেটেছে রাজ্যের জিএসটি থেকেই। কোনওরকম ক্ষতিপূরণ আসেনি। অন্য রাজ্য হলে টাকাটা ঘুরিয়ে দেওয়া হতো। তবে বাংলার ক্ষেত্রে বঞ্চনা নতুন কিছু নয়।
কেন্দ্রীয় দলের সফর নিয়েও করেছেন কটাক্ষ
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নানারকম অজুহাত দেখিয়ে রাজ্যের কেন্দ্রীয় প্রতিনিধি দলে আসা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, এখানে টিকটিকি দৌড়ালেও কমিটি চলে আসে। আর ওদের চোখে ন্যাবা হয়েছে। উত্তরপ্রদেশ বা বিহারে কিছু হলে দেখতে যায় না।
আরও পড়ুনঃ নতুন GST-তে ২.৫ লক্ষ কোটি টাকা সাশ্রয় হবে দেশবাসীর! ভাষণে জানালেন মোদী
মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছেন, কেন্দ্রীয় সরকারের নীতির ফলে পশ্চিমবঙ্গের ২০ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। তিনি বলেছেন, এটি স্টেটের জিএসটি, কেন্দ্রের নয়। আমাদের টাকাই আমাদের রাজ্যবাসীকে দিচ্ছি। কখনও সাইকেল, কখনো ট্যাব, সবকিছুই আমি করছি। অথচ কাটছে আমাদের টাকা, আর প্রচার করছে ওরা।