সৌভিক মুখার্জী, কলকাতা: বন্যা বিপর্যস্ত উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেখানেই প্রশাসনিক বৈঠক সারলেন তিনি। বুধবার জেলা শাসক, পুলিশ সুপারদের নিয়েই বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই বড়সড় ঘোষণা করলেন। জানা যাচ্ছে, বিপর্যস্ত উত্তরবঙ্গে রাজ্য এখনও পর্যন্ত কী কী করেছে, তারই পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি। এমনকি তিনি বলেছেন, “একটা পয়সাও কারও থেকে পাইনি, তবুও রাজ্য সরকার এত কিছু করছে!”
কী বললেন মুখ্যমন্ত্রী?
বৈঠকের সময় মুখ্যমন্ত্রী বলেছেন, “মিরিকের যে দিকটা গিয়েছিলাম, সেখানে দুধিয়া ব্রিজের কাছে দেখলাম একটা হাঁটার ব্রিজ তৈরি করা হয়েছে, আরও একটা অস্থায়ী ব্রিজ তৈরি করা হচ্ছে সাত দিনের মধ্যেই। তাছাড়া পাকা ব্রিজও তৈরি করা হবে। দার্জিলিঙে চারটি ব্লক, নয়টি পৌরসভা, ৭০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ১৩০০ এর বেশি মানুষকে শুধুমাত্র দার্জিলিং থেকে উদ্ধার করা হয়েছে।”
তিনি আরও জানিয়েছেন, আইসি, এসপি’রা যেভাবে কাজ করছে, তার কোনও প্রশংসা হয় না। দিনের পর দিন তারা বিপর্যয় মোকাবিলা করার জন্য নিজের সবটা দিচ্ছে। আমাদের সিভিল ডিফেন্স অ্যাক্টিভ হয়েছে। এমনভাবে কাজ করব যে তাদের সাথে কেউ পাল্লা দিতে পারবে না। এমনকি কুইক রেসপন্স টিমও ভালো কাজ করছে।”
“এক পয়সাও পাইনি, রাজ্য সরকারই সব কিছু করছে..”
মুখ্যমন্ত্রী এদিন তোপ দেগে বলেন, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে ১০ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। এই বিপর্যয়ে যাদের নথি হারিয়ে গেছে, তারা রিলিফ ক্যাম্পে আবেদন করলেই ডকুমেন্ট দেওয়া হচ্ছে। আর জেলাশাসক থেকে ১৬ হাজার কিটস দেওয়া হয়েছে দুর্গতদের জন্য। আমরা কারও কাছ থেকে এক পয়সাও পাইনি। তবে আমরা দেখিয়ে দিচ্ছি, সরকার দুর্গতদের জন্য কী কী করতে পারে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি। ব্রিজ ভেঙে গিয়েছে, স্বাস্থ্যকেন্দ্র নষ্ট হয়েছে, রাস্তা, বাড়ি, স্কুল সবই তৈরি করতে হবে। চাষিরাও প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের শস্য বীমার টাকাও দিতে হবে।”
আরও পড়ুনঃ মালদার কালিয়াচকে ভয়াবহ অগ্নিকাণ্ড! নিমিষেই কোটি কোটি টাকার ক্ষতি
ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে একটি তহবিল গঠন করা হয়েছে দুর্গতদের সাহায্য করার জন্য। সেখানে যে কেউ চেক মারফৎ টাকা দিতে পারছে। এদিন অরূপ বিশ্বাস নিজেই অ্যাকাউন্টের ডিটেলস দিয়েছেন। অ্যাকাউন্টটি খোলা হয়েছে আইসিআইসিআই ব্যাঙ্কের হাওড়া শাখায়। অ্যাকাউন্ট নম্বর 628001041066 এবং আইএফএসসি কোড icic0006280। এই অ্যাকাউন্টে যে কেউ টাকা পাঠাতে পারবে।