প্রীতি পোদ্দার, কলকাতা: সরকার দখলের ক্ষমতায় তৃতীয়বার তৃণমূল কংগ্রেস আসার পর ২০২১ সালে প্রতিশ্রুতি মেনে বাংলায় লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar Scheme) চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্প সকলের কাছে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে বর্তমানে ২ কোটির বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা নিয়ে আসছে। তবে এবার এই প্রকল্প নিয়ে এক গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, সারা জীবন ধরেই নাকি চলবে এই প্রকল্প।
লক্ষ্মীর ভান্ডার চালু হওয়ার পর থেকেই শুরুতে মাসে ৫০০ টাকা করে দেওয়া হত সাধারণ মহিলাদের এবং তফশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা মাসে পেতেন ১০০০ টাকা। কিন্তু বর্তমানে সেই টাকার পরিমাণ সাধারণদের ক্ষেত্রে বেড়ে দাঁড়িয়েছে ১০০০ টাকা এবং তফশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের জন্য হয়েছে ১২০০ টাকা। এই প্রকল্পকে ঘিরে একুশের বিধানসভা ও চব্বিশের লোকসভা ভোটে বাংলায় তৃণমূলের জয়জয়কারের পর বিরোধীদের নিশানায় বার বার উঠে এসেছে। কিন্তু এদিকে নির্বাচনের সুতো নিজেদের হাতে রাখতে তাঁরাও এমন জনমোহিনী প্রকল্প চালু করে চলেছে। আর এই আবহে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ খুললেন মমতা।
লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক মমতা
গতকাল অর্থাৎ মঙ্গলবার, উত্তরবঙ্গের একাধিক প্রকল্পের বরাদ্দ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন ডাবগ্রাম-ফুলবাড়িতে প্রশাসনিক সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই উঠে আসে লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গ। তিনি বললেন, “লক্ষ্মীর ভান্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে প্রথম আমরা চালু করেছিলাম। সারাজীবন পর্যন্ত চলবে। এ প্রকল্প মহিলাদের সম্মান।” অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এই প্রকল্প নিয়ে নানা মন্তব্য করে থাকে, এবার সেই নিয়েও কটাক্ষ করলেন মমতা।
বিরোধীদের এক হাত নিল মমতা!
এদিন উত্তরবঙ্গের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “অনেকে অনেক কথা বলে। এত দেব, অত দেব। দাওনি কেন এতদিন ? বাঘে খেলেও তো দেখতে আসো না। আর বড় বড় ভাষণ? কেউ কেউ এখন থেকে বলছে এত দেব, অত দেব। নির্বাচনের আগে যা বলেছিল, দেয়নি। মুম্বইয়ে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানে দেয়নি। এরা ভোটের আগে একরকম বলে। ভোটের পরে ভুলে যায়। আমরা করি না। আমরা যা বলি, আমরা সেটা করি। আমরা চারটে কথা বলেছিলাম। জিতলে খাদ্যসাথী করব, করে দিয়েছি। দুয়ারে রেশনও চালু করেছি। আমরা যেটা বলেছিলাম, লক্ষ্মীর ভাণ্ডার করব, করে দিয়েছি।”
আরও পড়ুন: বদলে গেল নিয়ম, উচ্চ মাধ্যমিকে যুক্ত হচ্ছে একগাদা বিষয়! বড় পদক্ষেপ শিক্ষা সংসদের
প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার মমতার
এখানেই থেমে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিরোধীদের কটাক্ষ করে আরও বলেন, “ অনেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কটাক্ষ করেন। কিন্তু এমন বহু দুঃস্থ পরিবার রয়েছে, যেখানে মাস গেলে এই ১ হাজার টাকা বা ১২০০ টাকাই অনেক কিছু। শুধু তাই নয়, বহু মহিলার কাছে এই টাকা তাঁর একেবারে নিজের। এভাবে যখন যেটা বলেছি, করে দেখিয়েছি। একটা জিনিস মনে রাখবেন, কথা থেকে কখনো সরে যাই না।” আর এই মন্তব্যের মধ্যে দিয়েই এ বার লক্ষ্মীর ভাণ্ডারের মেয়াদ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |