প্রীতি পোদ্দার, কলকাতা: ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে গত মাসে মুর্শিদাবাদে এক ভয়ংকর অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। সেখানকার পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছিল যে রাতারাতি নিজেদের প্রাণ বাঁচাতে সেখানকার স্থানীয়রা ভিটে ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে। বহু ঘরবাড়ি পোড়ানো এবং লুটপাটের ঘটনা ঘটেছিল সেই সময়। কিন্তু একবারের জন্য তখন সেখানে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল মুর্শিদাবাদ সফরে যান মুখ্যমন্ত্রী।
মঞ্চ থেকে প্রকল্পের উদ্বোধন মমতার
পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আজ মুর্শিদাবাদের সুতিতে প্রশাসনিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এবং সেখানেই প্রশাসনিক সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযানে গিয়ে শহিদ হওয়া বাঙালি জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেছেন। শুধু তাই নয় এদিন তিনি সুতির মঞ্চ থেকেই মুর্শিদাবাদ জেলায় ১৬৭ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। যার মূল্য ৭১৮ কোটি ১৯ লক্ষ টাকা। আর এই আবহেই মঞ্চ থেকে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদকে কেন্দ্র করে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক হিংসাত্বক ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা।
বিরোধীদের তুলোধোনা মমতার
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে দাঙ্গার বিরুদ্ধে বার্তা দিতে গিয়ে সিপিআইএম এর আমলে পুরোনো দাঙ্গার ইতিহাস তুলে ধরেন। এমনকি বিজেপিকেও তুলোধোনা করেন। তিনি বলেন, “১৯৯২ সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, তখন সারা বাংলায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় হয়নি। বামফ্রন্ট আমলে আমি কাটরা মসজিদে এসেছিলাম। তখন ৪০ জন মানুষ মারা গিয়েছিল কাটরা মসজিদের দাঙ্গায়। আমি আপনাদের মাথার ওপরে যখন আছি আমি আপনাদের বলব, দয়া করে বিজেপির কথা শুনে বা মৌলবাদীদের কথা শুনে কোনও প্ররোচিত হবেন না। আমি দাঙ্গার বিরুদ্ধে। হিন্দু বা মুসলিম কারও গায়ে আঁচর লাগতে দেব না।”
ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ মমতার
প্রশাসনিক সভামঞ্চ থেকে এদিন দাঙ্গা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “মানুষ দাঙ্গা করে না। দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়। তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ। প্লিজ দয়া করে দেবেন না। মানুষে মানুষে ভাগ করবেন না। মানুষে মানুষে ভাগ করার আগে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন। আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনও দাঙ্গা দেখতে চাই না। আমি দাঙ্গার বিরুদ্ধে। আমি সব ধর্মকে ভালোবাসি। ধর্ম যার যার, উৎসব সবার।” এদিনের অনুষ্ঠান থেকে ক্ষতিগ্রস্ত ২৮০টি পরিবারকে ১ লাখ ২০ হাজার টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |