নিজের স্ত্রীকে সিঁদুর দিচ্ছেন না কেন? Operation Sindoor নিয়ে মোদিকে আক্রমণ মমতার

Published:

Mamata Banerjee
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বেশ কয়েকদিন ধরেই রাজনৈতিক মঞ্চে চর্চায় অপারেশন সিঁদুর। কাশ্মীর হামলার পাল্টা জবাব হিসেবে ভারতীয় সেনার এই সামরিক অভিযান ঘিরে তৈরি হয়েছে চরম উত্তেজনা। আর সেই আগুনে এবার ঘি ঢাললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সরাসরি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি প্রশ্ন তুললেন, নিজের স্ত্রীকে সিঁদুর দিচ্ছেন না, অথচ নারীদের সিঁদুর নিয়ে রাজনীতি করছেন! 

বিতর্কের শুরু আলিপুরদুয়ার থেকে

প্রসঙ্গত, সম্প্রতি আলিপুরদুয়ারের এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিজেপি নেতারা অপারেশন বেঙ্গলের ডাক দিয়েছিল। আর সেই সূত্র ধরে বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মোদিকে তীব্র কটাক্ষ করেন মমতা ব্যানার্জি। তার কথায়, অপারেশন সিঁদুর নামটি ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে, যাতে রাজনৈতিক প্রচারে ব্যবহার করা যায়। 

নারীদের সম্মান নিয়ে প্রশ্ন

সেনা অভিযানের নাম করে রাজনীতি করায় ক্ষুব্ধ হয়ে মমতা ব্যানার্জি বলেন যে, নারীরা তাদের স্বামীর থেকেই সিঁদুর গ্রহণ করে। আর এটি তাদের আত্মসম্মানের প্রতীক। কিন্তু আপনি মাননীয় প্রধানমন্ত্রী নিজেই নিজের স্ত্রীকে সিঁদুর দেন না। অথচ দেশের নারীদের সিঁদুর নিয়ে রাজনীতি করছেন। আপনি সকলের স্বামী নন। আর এই মন্তব্যের পরেই রাজনীতির ময়দানে শুরু হয় তোলপাড়।

শুধু তাই নয়, মমতা ব্যানার্জি এদিন আরো বলেন, কেন এতদিন পরেও পহেলগাঁও হামলার জঙ্গিরা ধরা পড়ল না। এতদিন জঙ্গিরা কেন গ্রেপ্তার হলো না? আপনি যদি এত সত্যবাদী হন, তাহলে বোনদের সিঁদুরের দাম কেন দিতে পারছেন না? তাদেরকে মারতে পারলেন? এত বড় নেতা আপনি, তাহলে আমেরিকার কথায় কেন এক সেকেন্ডে চুপ হয়ে গেলেন? আবার নিজে বলছেন দেশ রক্ষা করবেন?

আরও পড়ুনঃ স্টেশনে বসে ATVM মেশিনে টিকিট কাটার কাজ! পূর্ব রেলের তরফে প্রচুর শূন্যপদে নিয়োগ

মোদী নিজের প্রচার করছেন?

প্রসঙ্গত এদিন মমতা জানান যে, তিনি ভেবেছিলেন প্রধানমন্ত্রী হয়তো সেনাদেরকে সম্মান জানাতে হাসিমারা বা শিলিগুড়ির বায়ুসোনা ঘাঁটিতে যাবেন। কিন্তু তিনি সেখানে জানেনি। বরং সেনাদের সাহসিকতাকে নিজের প্রচারের জন্যই ব্যবহার করছে। তিনি বলেন, সেনা অভিযান সেনাদের গর্ব। এটি রাজনৈতিক দলগুলির প্রচারের কোনও মাধ্যম নয়, মোদি নিজেকে একসময় চাওয়ালা, একসময় পাহারাদার, এসব বলে বেড়াতেন। এরপর নিজেকে তিনি সিঁদুর বিক্রেতা বানাচ্ছেন। কিন্তু তিনি ভুলে যাচ্ছেন, সিঁদুর এভাবে বেচার জিনিস নয়। এটি নারীদের আত্মসম্মান।

এমনকি মমতা ব্যানার্জি আরো বলেন, বাংলার মা-বোনেরা যে সম্মান পান, সেটা গুজরাট, বিহার, অসম, মধ্যপ্রদেশ উত্তর প্রদেশের মহিলারা পান না। উত্তরপ্রদেশে তো মাঝ রাস্তায় বিজেপি নেতা ব্লুফ্লিপ করছে। ওনার মুখে এসব শোভা পায় না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join