ভিন রাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে রাজপথে মমতা! ১৬ জুলাই মহাকর্মসূচি

Published on:

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: একাধিক রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্তার অভিযোগ উঠে আসছে লাগাতার। তাই এবার আর চুপ নয়, সাংবাদিক বৈঠক করে এবার সরাসরি বড় পদক্ষেপ নিল তৃণমূল। আগামী ১৬ জুলাই রাজপথে নামতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভিনরাজ্যে বাঙালিদের উপর একের পর এক হেনস্থার অভিযোগে এবার কেন্দ্র ও বিজেপি-শাসিত রাজ্যগুলির নীরবতা ঘিরে সরাসরি রাস্তায় নামার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সাংবাদিক বৈঠক তৃণমূলের

বেশ কয়েকদিন ধরে ওড়িশা, দিল্লির জয়হিন্দ কলোনি থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্তার অভিযোগ উঠে আসছে। বাংলা বললেই নাকি নানা ভাবে অত্যাচারিত হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তাই এবার বাংলার মানুষদের এই অপমান সুদে আসলে ফেরৎ দিতে এবং বাঙালি হেনস্তার প্রতিবাদ জানাতে এবার পথে নামতে চলেছে শাসকদল। গতকাল অর্থাৎ রবিবার, দুপুরে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই বিষয়টি জানান তিনি।

কবে হবে কর্মসূচি?

এদিন চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন যে আগামী ১৬ জুলাই অর্থাৎ বুধবার, দুপুর ১ টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল হবে। সেই মিছিলে যোগদান করবে একাধিক নেতা নেত্রী। ওই একইদিনে দুপুর ২ টো থেকে বিকেল ৪ টে পর্যন্ত জেলায় জেলায় মিছিল হবে। মিছিলের ধরা বজায় থাকবে দিল্লিতেও।

এদিন সাংবাদিক বৈঠকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, “বাংলায় কথা বললেই আজ ভিনরাজ্যে হেনস্থা হতে হচ্ছে। বাংলা ভাষা বললেই অপমান, ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি! এটা কি ভারত?”

আরও পড়ুন: ‘সরকারের দায়বদ্ধতা’, অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন নিয়ে বড় রায় হাইকোর্টের

কী বলছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য?

এছাড়াও চন্দ্রিমা ভট্টাচার্য সেই সাংবাদিক বৈঠকে জানান যে, “এই প্রসঙ্গে বারবার কেন্দ্র এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের চিঠি দেওয়ার পরেও কোনও ব্যবস্থা নেয়নি বিজেপি। উল্টে যারা এই অপরাধ করছে, তাদের মদত দিচ্ছে বিজেপি-শাসিত সরকার। তাই এর প্রতিবাদে আমরা এবার পথে নামতে চলেছি।”

তবে ওইদিন শুধু কলকাতাই নয়, রাজ্যের জেলাগুলিতেও তৃণমূলের তরফে প্রতিবাদ কর্মসূচি চলবে। সূত্রের খবর, হাওড়া, দমদম, সল্টলেক ও ভাঙড় সহ একাধিক এলাকা থেকে তৃণমূলের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group