শাসক, বিরোধীর পরকীয়া! মালদহে তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে পালালেন বিবাহিত বিজেপি নেতা

Published on:

tmc bjp

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজনৈতিক ময়দানে তৃণমূল (TMC) এবং বিজেপি, এই দুই দলের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব লেগে থাকে। ক্ষমতা দখলের লড়াইয়ে প্রায়ই একে অপরকে দুষতে থাকে। আর এই আবহেই ঘটল এক লজ্জাজনক ঘটনা। মালদার হরিশচন্দ্রপুর এলাকায় তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে পালালেন বিজেপির বিবাহিত নেতা। তুমুল শোরগোল পড়েছে এই ঘটনায়। দলবিরোধী এই পরকিয়া প্রেম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে এই ঘটনায়।

ঘটনাটি কী?

জানা গিয়েছে ওই মহিলার কয়েক বছর আগেই বিয়ে হয়েছিল। তাদের দুজন সন্তানও রয়েছে। তারা নাবালক। অন্যদিকে বিজেপির ওই নেতাও বিবাহিত। তাঁরও একজন সন্তান রয়েছে। কিন্তু সবকিছু ছেড়ে সেই বিজেপি নেতাই ওই তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছেন বলে খবর। বিষয়টি জানাজানি হওয়ার পরেই তুমুল শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। এদিকে বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে বেশ ‘অসুবিধায়’ দুই পরিবার। মেয়ে এমন ‘কাজ’ কী ভাবে করতে পারল, তা নিয়ে বার বার সেই প্রশ্ন নিজেকেই করে চলেছেন ওই মহিলার মা।

গোটা ঘটনায় নিশ্চুপ দুই দল

অন্যদিকে গোটা ঘটনায় অবাক পলায়িত মহিলার স্বামী। তিনি জানান বিয়ের আগে তাঁর সঙ্গে ওই মহিলার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল। সেখান থেকেই প্রেম, তারপর বিয়ে হয়। কিন্তু তিনি যে এমন বিশ্বাসঘাতকতা করে পালিয়ে যাবেন সেটা কিছুতেই মানতে পারছেন না ওই তৃণমূল কর্মী। তিনি এও জানান যে, স্ত্রীর নামে নিখোঁজ ডায়েরি করেছিলেন হরিশ্চন্দ্রপুর থানায়। কিন্তু এখন জানা যাচ্ছে স্ত্রী বিজেপি নেতার সঙ্গে পালিয়ে গিয়েছেন, চরম লজ্জায় পড়েছেন তিনি। পান থেকে চুন খসলে যেখানে শাসক-বিরোধীর তরজা শুরু হয়, সেখানে এই ঘটনার পরে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না তৃণমূল বা বিজেপির কেউ।

আরও পড়ুন: অবৈধভাবে বাংলায় এসে মাদ্রাসা শিক্ষকের চাকরি! ৪ বছর ধরে মিলছে ইমাম ভাতা, ফাঁস করল BSF

এদিকে এই পরকিয়া কিছুতেই মানতে পারছেন না ওই মহিলার তৃণমূলী স্বামী। গোটা ঘটনায় ইতিমধ্যেই রাজনীতির রঙ লাগতে শুরু করেছে। দলের স্থানীয় নেতারা এনিয়ে নানারকম মন্তব্য করতে শুরু করে দিয়েছে। এই আবহে প্রশ্ন উঠছে দুই বিরোধী শিবিরে থাকা দুই নারী পুরুষের মধ্যে এমন ‘অবৈধ’ প্রেমটা হল কীভাবে? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তৃণমূল কর্মীর বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে বিজেপির দলীয় কার্যালয় অবস্থিত। সেখানে যাতায়াতের সূত্রে বিজেপি নেতার সঙ্গে তৃণমূল কর্মীর স্ত্রীর আলাপ হয়েছিল। তারপরেই শুরু হয়েছিল তাঁদের পরকিয়া পর্ব।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥